For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের ক্রিকেট সম্পর্ক নয়, জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী

পাকিস্তান সন্ত্রাসকে যতদিন সমর্থন করবে সেদেশের সঙ্গে ভারতের কোনওরকম ক্রিকেট সম্পর্ক এগোবে না।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান সন্ত্রাসকে যতদিন সমর্থন করবে সেদেশের সঙ্গে ভারতের কোনওরকম ক্রিকেট সম্পর্ক এগোবে না। নিউইর্য়কের এক অনুষ্ঠানে ভারত-পাক ক্রিকেট সম্পর্কের ভবিষ্যত নিয়ে এমন মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।

পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের ক্রিকেট সম্পর্ক নয়, জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী

প্রসঙ্গত চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের কনভয়ের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈইশ-ই-মহম্মদ এই হামলা চালায়। স্বাধীনতার পর ভারতের উপর সবচেয়ে বড় এই জঙ্গি হামলার এই ঘটনায় ভারতের ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারান। পাল্টা সার্জিকাল স্ট্রাইকের মাধ্যমে বালাকোটে জৈইশের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। ঘটনায় দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলওয়ামায় ভারতীয় সেনার উপর জঙ্গি হামলার ঘটনায় দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক এখন তলানিতে। এই পরিস্থিতিতে আগামী দিনে বাইশ গজে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট হওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানিয় দিয়েছেন জয়শংকর।

ক্ষুদ্ধ জয়শকর আরও বলেন, 'সন্ত্রাস ইস্যুতে নয়াদিল্লি-ইসলামাবাদের মধ্যে সম্পর্ক এখন তলানিতে। সুইসাইড বম্বিং থেকে ভারতের উপর একের পর এক সন্ত্রাস হামলা ঘটছে। যার পর এক টেবিলে বসে চা খাওয়া কিংবা বাইশ গজে হ্যান্ডসেক করে ক্রিকেট খেলা সম্ভব নয়। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে ভারত। সেখানে উড়ি,পাঠানকোট, পুলওয়ামার ঘটনার পর সন্ত্রাসকে মদত দেওয়া কোনও দেশের সঙ্গে বাইশ গজ ভাগ করে নেওয়া যায় না। '

[ হাফিজ বিতর্কে 'প্রথম দানে' রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এগিয়ে পাকিস্তান! জঙ্গি নেতার জুটল বড়সড় স্বস্তি][ হাফিজ বিতর্কে 'প্রথম দানে' রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এগিয়ে পাকিস্তান! জঙ্গি নেতার জুটল বড়সড় স্বস্তি]

প্রসঙ্গত ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত। আইসিসি'র কোনও ক্রিকেট টুর্নামেন্টেই একমাত্র দুই দেশের সাক্ষাৎ হয়।

 [ অযোধ্যার শুনানি শেষ করতে হাতে আছে সাড়ে ১০ দিন! সময়সীমা দিলেন প্রধান বিচারপতি] [ অযোধ্যার শুনানি শেষ করতে হাতে আছে সাড়ে ১০ দিন! সময়সীমা দিলেন প্রধান বিচারপতি]

English summary
Ind vs pak: External Affairs Minister Jaishankar ruled out the possibility of cricketing ties with Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X