For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের রপ্তানি ৪০০ বিলিয়নে পৌঁছেছে, 'মন কি বাত'-এ দেশবাসীকে অভিনন্দন জানালেন মোদী

দেশের রপ্তানি ৪০০ বিলিয়নে পৌঁছেছে, 'মন কি বাত'-এ দেশবাসীকে অভিনন্দন জানালেন মোদী

  • |
Google Oneindia Bengali News

২৭ মার্চ মন কি বাত-এর ৮৭তম পর্বে জাতির উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তার 'মন কি বাত' ভাষণ শুরু করেন ভারতের জনগণকে একটি উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে। মোদী বলেন অত্যাধুনিক প্রযুক্তি ও ইন্টারনেটের ব্যবহার করে
ভারত বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং নতুন বাজারে পৌঁছে যাচ্ছে। ছোট উদ্যোক্তাদের এই সাফল্য গর্বের বিষয়। একটা সময় ছিল যখন ভারত থেকে রপ্তানির অঙ্ক ছিল ১০০, ১৫০ কিংবা ২০০বিলিয়ন ডলার। এখন ভারত ৪০০ বিলিয়ন ডলারে রপ্তানী বাজারে পৌঁছেছে।

দেশের রপ্তানি ৪০০ বিলিয়নে পৌঁছেছে, মন কি বাত-এ দেশবাসীকে অভিনন্দন জানালেন মোদী

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের পণ্য নতুন বাজারে রপ্তানি করতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন পণ্য পৌঁছে যাচ্ছে বিদেশে। অসমের হাইলাকান্দি চামড়াজাত পণ্য বা ওসমানাবাদের তাঁত পণ্য, বিজাপুরের ফল ও শাকসবজি বা চান্দৌলির কালো চাল, এসবের রপ্তানি বাড়ছে। ভারত এখন বড় ভাবে ভাবছে। এবং সেই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য কাজ করছে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন।

এদিন প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে আরও বলেন,'মেক ইন ইন্ডিয়া' পণ্যের তালিকা আমাদের কৃষক, উৎপাদন ও শিল্পের সম্ভাবনা বিশাল। আগে এটা বিশ্বাস করা হত যে শুধুমাত্র অর্থবানরাই সরকারের কাছে পণ্য বিক্রি করতে পারে কিন্তু জিইএম পোর্টাল এই ধারণার পরিবর্তন করেছে। এটি একটি নতুন ভারতের চেতনাকে চিত্রিত করে। এখন বিজাপুরের ফল ও সবজি থেকে শুরু করে চান্দোলি থেকে কালো চালের ব্যাপক রপ্তানি আমরা দেখতে পাচ্ছি। এর সবচেয়ে ভালো দিকগুলি হলো আমাদের এই সব জিনিস ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, লন্ডন, কেনিয়ার মতো নতুন গন্তব্যে রপ্তানি করা হচ্ছে।

করোনার দৈনিক সংক্রমণ ১.৫ হাজারের নীচে, দেশে আর সক্রিয় মাত্র ১৬ হাজারকরোনার দৈনিক সংক্রমণ ১.৫ হাজারের নীচে, দেশে আর সক্রিয় মাত্র ১৬ হাজার

এরপরই মোদী বলেন, প্রতিটি ভারতীয় যখন স্থানীয়দের পক্ষে সোচ্চার হয়, তখন স্থানীয়কে বিশ্বে ছড়িয়ে দিতে সময় লাগে না। আসুন আমরা স্থানীয়কে 'গ্লোবাল' করে তুলি এবং আমাদের পণ্যের প্রতিপত্তি আরও বাড়াই। ছ'বছর আগে আয়ুর্বেদ সংক্রান্ত ওষুধের বাজার ছিল প্রায় ২২ হাজার কোটি টাকার। আজ, আয়ুষ উত্পাদন শিল্প প্রায় ১.৪০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, অর্থাৎ এই সেক্টরে সম্ভাবনা ক্রমাগত বাড়ছে। সদ্য সমাপ্ত পদ্ম পুরস্কারে আপনি নিশ্চয়ই বাবা শিবানন্দকে দেখেছেন, তার প্রাণশক্তি এবং ফিটনেস দেখে সবাই অবাক হয়ে গিয়েছে। দেশে তাঁর স্বাস্থ্য নিয়ে আলোচনার বিষয় হয়েছে। যোগের প্রতি তার আবেগ রয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, যে গত এক বছরে জিইএম পোর্টালের মাধ্যমে, সরকার ১ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের সামগ্রী ক্রয় করেছে৷ সাম্প্রতিক বছরগুলিতে উৎসাহজনক প্রবণতাগুলির মধ্যে একটি হল বেশ কয়েকটি স্টার্ট-আপ এবং উদ্যোগের উত্থান এবং সাফল্য৷

English summary
Exports reach Rs 400 billion, Modi congratulates countrymen on 'Mann Ki Baat'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X