For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় নাশকতার ছক!‌ দিল্লির বাড়ি থেকে উদ্ধার আইইডি ভর্তি ব্যাগ, পলাতক সন্দেহভাজনরা, তদন্তে পুলিশ

বড় নাশকতার ছক!‌ দিল্লির বাড়ি থেকে উদ্ধার আইইডি ভর্তি ব্যাগ, পলাতক সন্দেহভাজনরা, তদন্তে পুলিশ

Google Oneindia Bengali News

ফের বোমাতঙ্কে কেঁপে উঠল দিল্লি। জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লি পুলিশ পুরনো সীমাপুরি এলাকা থেকে এক পরিত্যক্ত ব্যাগ থেকে ৩ কেজি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করল। পরে ওই বিস্ফোরক নিষ্ক্রিয় করে দেওয়া হয় এবং বাড়ির মালিক ও সম্পত্তির ডিলারকে পুলিশ এ বিষয়ে জেরা করছে।

বড় নাশকতার ছক!‌ দিল্লির বাড়ি থেকে উদ্ধার আইইডি ভর্তি ব্যাগ, পলাতক সন্দেহভাজনরা, তদন্তে পুলিশ


পুলিশ সূত্রের খবর, সন্দেহভাজন দিল্লির উত্তর–পূর্ব এলাকার এই বাড়িটি ভুয়ো তথ্য দিয়ে ভাড়া নেয় এবং বাড়ির মালিক সন্দেহভাজনকে বাড়ি ভাড়া দেওয়ার আগে তার পরিচিতি পুলিশের দ্বারা যাচাই করেও নেয়নি। জানা গেছে, ওই অ্যাপার্টমেন্টের মালিক কাশিম নামের এক ব্যক্তি যার বাবা সম্প্রতি মারা গেছেন। শাকিল নামের এক ব্যবসায়ীর মাধ্যমে অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোর ভাড়া দিয়েছিল কাশিম। কিন্তু একজনকে ভাড়া দিলেও, দশদিন আগে আরও তিনজন এসে এই বাড়িতে ওঠে। পুলিশ সেখানে পৌঁছানোর আগেই সকলে পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

উত্তরপ্রদেশে তৃতীয় দফার নির্বাচনে অধিকাংশ সপা প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, বলছে তথ্যউত্তরপ্রদেশে তৃতীয় দফার নির্বাচনে অধিকাংশ সপা প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, বলছে তথ্য

অন্তত ডজনখানেক সন্দেহজনক ফোন কল ট্র্যাক করে ওই জায়গার সন্ধান পায় দিল্লি পুলিশ। সন্দেহভাজনদের চিহ্নিত করেছে পুলিশের স্পেশ্যাল সেল এবং তাদের ছবিও জোগাড় করেছে। তারা কোথা থেকে এসেছে তা এখনও অজানা। তবে পুলিশ সন্দেহ করছে এই সন্দেহভাজনরা কোনও স্লিপার সেলের অংশ হতে পারে অথবা কোনও বড় নাশকতা চক্রের সদস্য হতে পারে। পুলিশ এও জানিয়েছে যে গতমাসে প্রজাতন্ত্র দিবসের আসে গাজিপুর ফুলের বাজার থেকে উদ্ধার হওয়া বিস্ফোরকের সঙ্গে এই বিস্ফোরকের মিল পাওয়া গিয়েছে। পুলইস মনে করছে উভয় ঘটনাই একই সন্দেহভাজনদের সঙ্গে যোগ থাকতে পারে।

পুলিশ মনে করছে, ২৯ জানুয়ারি হিমাচল প্রদেশের কুলুতে কার পার্কিংয়ে হওয়া ব্যাপক বিস্ফোরণের সঙ্গেও এই ঘটনা যুক্ত থাকতে পারে। ওই পরিত্যক্ত অ্যাপার্টমেন্টের ফরেন্সিক পরীক্ষা চালাচ্ছে রোহিনী ফরেন্সিক ল্যাবরেটরি। ফরেন্সিকের দল গাজিপুর কেসের আইইডির সঙ্গে বৃহস্পতিবার উদ্ধার হওয়া আইইডির যোগ খোঁজার চেষ্টা করছে।


English summary
explosives found from east delhi house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X