For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুলকিট কাণ্ডে বিস্ফোরক অভিযোগ দিশা রবির, মিডিয়া ট্রায়াল নিয়ে উগড়ে দিলেন একরাশ ক্ষোভ

টুলকিট কাণ্ডে বিস্ফোরক অভিযোগ দিশা রবির, মিডিয়া ট্রায়াল নিয়ে উগড়ে দিলেন একরাশ ক্ষোভ

  • |
Google Oneindia Bengali News

এদিকে ইতিমধ্যেই চার মাসের কাছাকাছি ধরে চলছে দিল্লির কৃষক আন্দোলন। এদিকে আন্দোলনের আবহেই টুলকিট কাণ্ডে গতমাসে উত্তাল হয়েছিল গোটা দেশ। খালিস্তানের যোগের তত্ত্ব তুলে গ্রেফতার করা হয়েছিল বেঙ্গালুরুর পরিবেশ কর্মী দিশা রবি। এমনকী তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও তোলা হয়েছিল পুলিশের তরফ থেকে। অবশেষে দেশজোড়া বিতর্কের মাঝে এই বিষয়ে মুখ খুলতে দেখা গেল দিশাকে।

মিথ্যা রটাচ্ছিল মিডিয়া

মিথ্যা রটাচ্ছিল মিডিয়া


দিশার দাবি, কার্যত চক্রান্ত করেই তাঁর বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছিল মিডিয়া। এমনকী তাঁর সামাজিক সামাজিক ভাবমূর্তি নষ্টের জন্য মিডিয়া ট্রায়ালকেই কাঠগড়ায় তোলেন তিনি। টিআরপি বাড়ানোর জন্যই টুলকিট কেসকে হাতিয়ার করা হচ্ছিল বলেও তাঁর অভিযোগ। গতকাল এই বিষয়ে একটি দীর্ঘ টুইটও করতে দেখা যায় এই ২১ বছরের পরিবেশ কর্মীকে। সেখানে পুলিশি হেফাজতে মানসিক নির্যাতন নিয়েও সরব হয়েছেন তিনি।

 অভিযোগের সত্যতা নিয়ে উঠেছিল একগুচ্ছ প্রশ্ন

অভিযোগের সত্যতা নিয়ে উঠেছিল একগুচ্ছ প্রশ্ন

এদিকে ১ লক্ষ টাকার বন্ডেই ২১ বছরের এই পরিবেশ কর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি দিশাকে তাঁর বেঙ্গালুরুর বাড়ি থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের সাইবার অপরাধদমন শাখা। দিশার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনেছিল তারা। কিন্তু গ্রেফতারির পর থেকেই টুলকিট কাণ্ডে দিশার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে উঠেছিল একগুচ্ছ প্রশ্ন।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

কৃষক আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে কৃষকদের আন্দোলন সংক্রান্ত একটি 'টুলকিট' টুইট করেছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। পুলিশের দাবি ওই টুলকিট এডিট করেছিলেন দিশা। এমনকী এই টুলকিটের স্রষ্টা পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশনের সঙ্গেও দিশার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে দাবি করেছিল পুলিশ। যাদের সঙ্গে নাকি প্রত্যক্ষ যোগাযোগ ছিল খালিস্তানিদের।

টুইটারে কী লিখলেন দিশা

এদিকে জামিনে মুক্তির পরেও বিগত কয়েকদিন এই বিষয়ে বিশেষ কোনও মুখ না খুললেও অবশেষে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দিশার প্রকাশ্যে মুখ খোলাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁর গ্রেফতারি প্রসঙ্গে বলতে গিয়ে টুইটারে তিনি লেখেন, " আমি জেলে বসে নিজের মনকে বোঝানোর চেষ্টা করছিলাম এসব কিছুই হয়নি আমার সাথে। ১৩ ফেব্রুয়ারি পুলিশ আমার বাড়িতে হানা দেয়নি। আমার ফোন ল্যাপটপ কেড়ে নেয়নি ওরা। গ্রেফতারও হয়নি আমি।" যদিও পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়াই তাঁকে 'অপরাধী' সাব্যস্ত করার পিছনে মিডিয়ারই সবথেকে বড় হাত রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 বিজেপির প্রার্থী তালিকায় চমক! স্থান পেয়েছেন মোদী ঘনিষ্ঠ অর্থনীতিবিদ, অভিনেতা, চিকিৎসক-সহ অনেকেই বিজেপির প্রার্থী তালিকায় চমক! স্থান পেয়েছেন মোদী ঘনিষ্ঠ অর্থনীতিবিদ, অভিনেতা, চিকিৎসক-সহ অনেকেই

English summary
Disha Rabi, an environmental activist, raised a number of questions about the media trial in the Toolkit case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X