For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুস্টার ডোজ ছ’মাস পরেও কার্যকর! কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে দাওয়াই বিশেষজ্ঞদের

চার থেকে ছয় সপ্তাহ, ছয় থেকে আট সপ্তাহ, এবার কি আট থেকে ১২ সপ্তাহ? ভারতে দুটি কোভিশিল্ড ডোজের মধ্যে সময়ের ব্যবধান বেড়েই চলেছে। যুক্তরাজ্য উল্টো পথ নিয়েছে ভারতের।

Google Oneindia Bengali News

চার থেকে ছয় সপ্তাহ, ছয় থেকে আট সপ্তাহ, এবার কি আট থেকে ১২ সপ্তাহ? ভারতে দুটি কোভিশিল্ড ডোজের মধ্যে সময়ের ব্যবধান বেড়েই চলেছে। যুক্তরাজ্য উল্টো পথ নিয়েছে ভারতের। এর ফলে বিভ্রান্তি তৈরি হলেও বেশিরভাগ বিশেষজ্ঞ বলছেন যে, উদ্বেগ করার কোনও কারণ নেই। কারণ ছয় মাসের আগে যে কোনও সময় দ্বিতীয় ডোজ কার্যকর হতে পারে।

বুস্টার ডোজ ছ’মাস পরেও কার্যকর! দাওয়াই ভ্যাকসিন বিশেষজ্ঞদের

টিকাদান সংক্রান্ত জাতীয় প্রযুক্তি উপদেষ্টা গোষ্ঠীর পরামর্শে গত সপ্তাহে সরকার কোভিশিল্ড কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি মাত্রার মধ্যে ব্যবধান ১২-১৬ সপ্তাহ বাড়িয়েছে। আগে এই ব্যবধান ছিল সর্বোচ্চ আট সপ্তাহ। যুক্তরাজ্য ১২ সপ্তাহ থেকে আট সপ্তাহের ব্যবধান রেখেছিল।

ভ্যাকসিন স্বল্প সরবরাহের কারণে এবং অনেক রাজ্যে সরবরাহের তীব্র ঘাটতির কারণে ভারত এই ব্যবধানটি বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই উদ্বেগের জবাবে এনআইআই-এর ইমিউনোলজিস্ট বলেছেন, চার সপ্তাহ কেটে গেলে, পরবর্তী ডোজটি ছয় মাস পর্যন্ত সময়ে নেওয়া যেতে পারে। গবেষকদের মতে, ভ্যাকসিনের ডোজ গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে দেওয়া হলে কোনও দুর্দান্ত কাজ করবে না।

তিনি বলেছেন, প্রথম ডোজ থেকে কমপক্ষে চার সপ্তাহ কেটে যাওয়ার পরে বা কোভিড ১৯-এর আসল পর্বের পরে, ভ্যাকসিনের ডোজ যে কোনও সময় নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, ভ্যাকসিনের ডোজ প্রথম ডোজের ছয় মাস বা তার বেশি সময় পর্যন্ত কোনও সময় দেওয়া হলে ভালো কাজ করে। যুক্তরাজ্য কোভিশিল্ড ডোজের ব্যবধান হ্রাস করলেও, এই সিদ্ধান্তগুলি বাস্তবতার ভিত্তিতে নেওয়া হয়।

English summary
Experts says about Covishield Vaccine that booster dose is effective even after six months.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X