
১৯ দিন ধরে জ্বলছে অসমের তেলের কুয়ো! সাহায্যের হাত বাড়াল আমেরিকা-কানাডা
গতসপ্তাহের মঙ্গলবার পূর্ব অসমের তিনসুকিয়া জেলার বাগজানে একটি তেলের খনিতে আগুন লাগে৷ জানা গিয়েছে, শেষ চার সপ্তহারেও বেশি সময় ধরে ওই খনি থেকে ক্ষতিকারক গ্যাস লিক করছিল৷ ইতিমধ্যেই ওই ক্ষতিকারক গ্যাস লিকের কারণে প্রভাবিত হয়েছে জীব বৈচিত্রে পরিপূর্ণ ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান এবং মাগুরি মোটাপাং জলাভূমি৷

এবার সেই গ্যাস লিক ও আগুন নিয়ন্ত্রণের জন্য আমেরিকা ও কানাডার থেকে বিশেষজ্ঞ দল আনা হল দেশে। এখনও পর্যন্ত ওই খনির আগুন নেভানোর কোনও উপায় বের করতে পারেননি ওএনজিসি বিশেষজ্ঞরা৷ এর আগে সেই লিকেজ বন্ধ করার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসে অসম সরকার ও ওএনজিডি কর্তৃপক্ষ৷
অসমের তিনসুকিয়া জেলার বাঘজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও। ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই জন। ঘটনাস্থলে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী। আশপাশের গ্রামেও আগুন ছড়িয়ে পড়েছে৷
এই আগুন লাগার জেরে এখনও পর্যন্ত সংস্থার ৬৩৮ মেট্রিকটন জ্বালানি তেল নষ্ট হয়েছে। গত ১৯ দিন ধরে জ্বলতে থাকা এই কুয়ো পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সর্বানন্দ সোনওয়াল। জানা গিয়েছে, এর আগে তিনসুকিয়ার বাগজানে খনিতে বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ পরে অসমে এসে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় মন্ত্রী।
Recommended Video
