For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রামে ছড়াচ্ছে করোনা, ভারতকে 'নো-ওয়ান-সাইজ-ফিট-অল' প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের

গ্রামে ছড়াচ্ছে করোনা, ভারতকে 'নো-ওয়ান-সাইজ-ফিট-অল' প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের

  • |
Google Oneindia Bengali News

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠছে ভারত৷ ঠিক এই সময় ভবিষ্যতে আরও বড় সংক্রমণের হাত থেকে ভারতকে সাবধান হতে বললেন বিশেষজ্ঞরা৷ 'দ্য ল্যান্সেট' পত্রিকায় সম্প্রতি ২১ জন বিশেষজ্ঞদের একটি গবেষণা প্রকাশ পেয়েছে৷ যেখানে আগামীর করোনা সংক্রমণ নিয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে ভারতকে।

কি বলছেন গবেষকরা?

কি বলছেন গবেষকরা?

এই ২১ গবেষকদের একজন হলেন বাইকন প্রধান কিরণ মজুমদার শাহ। দেশের সরকারকে সাবধান করে গবেষণাপত্রটিতে বলা হয়েছে শহর ছাড়িয়ে এবার গ্রামের দিকে ছড়াচ্ছে করোনা। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে৷ মজুমদার-রা সরকারকে 'নো ওয়ান সাইজ ফিট অল' ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

কি এই 'নো ওয়ান সাইজ ফিট অল'?

কি এই 'নো ওয়ান সাইজ ফিট অল'?

কয়েক দশক ধরে এই ব্যবস্থা প্রচলিত হয়েছে বিভিন্ন৷ এটি আসলে এমন এক ব্যবস্থা যেখানে প্রত্যেক রোগীর আলাদা আলাদা প্রয়োজনীয়তা অনুসারে উন্নত চিকিৎসা লাভ করতে পারেন৷ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ঘটিয়ে এই জেলায় জেলায় এই মডেল ফলো করার কথা বলেছেন 'দ্য ল্যান্সেট' পত্রিকার গবেষকরা। এর জন্য কতগুলি পদ্ধতি অবলম্বল করতে বলেছেন তাঁরা

স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও জেলা জেলায় কোভিড চিকিৎসা

স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও জেলা জেলায় কোভিড চিকিৎসা

দেশের এখনও বেশিরভাগ রাজ্য উন্নতমানের কোভিড চিকিৎসাকেন্দ্রগুলি রয়েছে রাজধানী শহর সহ বড় শহরগুলোতে। গবেষকরা জোর দিয়েছেন এই ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ঘটিয়ে জেলা হাসপাতালগুলির পরিকাঠামোর আরও উন্নতি ঘটানো৷ জেলা হাসপাতালগুলিতে ভেন্টিলেটর এবং পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করা৷

স্বাস্থ্যবিমার মাধ্যমে চিকিৎসা

স্বাস্থ্যবিমার মাধ্যমে চিকিৎসা

কোভিড-১৯ কে স্পেশাল কেস হিসেবে বিবেচনা করে একটি স্বাস্থ্যবিমার মধ্যে অ্যাম্বুলেন্স, অক্সিজেন, জরুরি ওষুধের যোগান দেওয়া। এবং এই চিকিৎসার খরচ যাতে আকাশ ছোঁয়া না হয় সে বিষয়ে খেয়াল রাখা৷

করোনা নিয়ে আঞ্চলিক ভাষায় সচেতনতার প্রচার

করোনা নিয়ে আঞ্চলিক ভাষায় সচেতনতার প্রচার

কিভাবে করোনা ছড়ায়, কিভাবে এর সংক্রমণের গতি রোধ করা সম্ভব৷ মাস্ক ও প্রপার স্যানিটাইজেশন, জ্বর হলে করোনা পরীক্ষা করানো কতটা গুরুত্বপূর্ণ এ নিয়ে গ্রামে গ্রামে স্থানীয় ভাষায় প্রচারের মাধ্যম মানুষকে সচেতন করার প্রোগ্রাম শুরু করা৷

করোনা ও লকডাউনে বিপর্যস্ত মানুষের আয়ের ব্যবস্থা করা

করোনা ও লকডাউনে বিপর্যস্ত মানুষের আয়ের ব্যবস্থা করা

লকডাউন দিয়ে মানুষকে ঘরে রাখা সম্ভব তখনই যখন তাঁর আয় ও খাবারের জোগান বন্ধ হবে না৷ এই ব্যাপারটির দিকে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন ল্যান্সেটের গবেষকরা।

English summary
Experts advise India to implement 'no-one-size-fits-all'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X