For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ভ্যাকসিন ডেল্টা ট্রান্সমিশন ও ইউকে স্ট্রেন রোধ করতে পারে না, সতর্কতা জারি

সার্স-সিওভি-২’এর ডেল্টা রূপকে রোধ করার ক্ষমতা নেই করোনা টিকার। ইউকে স্ট্রেনকেও আটকানো মুশকিল করোনা ভ্যাকসিনের পক্ষে।

Google Oneindia Bengali News

সার্স-সিওভি-২'এর ডেল্টা রূপকে রোধ করার ক্ষমতা নেই করোনা টিকার। ইউকে স্ট্রেনকেও আটকানো মুশকিল করোনা ভ্যাকসিনের পক্ষে। প্রাথমিক অনুসন্ধানগুলি ইঙ্গিত দিয়েছে, করোনাভাইরাস রোগ রুখতে টিকা নেওয়া সম্পূর্ণ হলেও মানুষ এতি সংক্রামক ডেল্টা ও ইউকে স্ট্রেনটিকে প্রতিহত করতে পারবে না।

করোনার ভ্যাকসিন ডেল্টা ও ইউকে স্ট্রেন রোধ করতে পারবে না!

পাবলিক হেলথ ইংল্যান্ড শুক্রবার জানিয়েছে, করোনার ডেল্টা রূপ বিস্তারের মধ্যে মানুষের সংক্রামকতা নিয়ে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) উদ্বেগ জানিয়ে বলেছে, তাঁদের উদ্বেগের কারণ ডেল্টা, যা প্রথম ভারতে ধরা পড়েছিল, দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

এই অবস্থায় দ্রুত করোনা ভ্যাকসিনেশন ড্রাইভের প্রয়োজন। পিএইচই কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেছেন যে, টিকা উচ্চমাত্রার সুরক্ষা প্রদান করলেও করোনাভাইরাস সংক্রমণ পুরোপুরি বন্ধ করবে না। পিএইচই এক বিবৃতিতে বলেছে, "কিছু প্রাথমিক অনুসন্ধান বলছে, যারা ইতিমধ্যেই টিকা নিয়েও ডেল্টায় সংক্রমিত হয়েছে, তাদের মধ্যে ভাইরাসের মাত্রা অপরীক্ষিত মানুষের মধ্যে পাওয়া স্তরের অনুরূপ হতে পারে।"

প্রতিবেদন অনুসারে, ডেল্টা বৈকল্পিক এখন যুক্তরাজ্যজুড়ে কোভিড-১৯ মামলা ৯৯ শতাংশের বেশি। ডেল্টা ভেরিয়েন্টে সংক্রমিত রোগীদের নিয়ে হাসপাতালে ভর্তি ১৪৬৭ রোগীর মধ্যে ৫৫.১ শতাংশ প্রথম মাত্রার টিকা দেওয়া হয়েছে এবং ৩৪.৯ শতাংশ কোভিড-১৯ ভ্যাকসিনের উভয় মাত্রা পেয়েছে।

পিএইচই হুঁশিয়ারি দিয়েছে, টিকা অভিযান আরও প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের হাসপাতালে টিকা দেওয়া মানুষ তুলনামূলকভাবে বেশি শতাংশ দেখতে পাওয়া যায়। এটি মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে যে, টিকা নেওয়া সত্ত্বেও সংক্রমণ হচ্ছে কেন। যাইহোক, এটি প্রাথমিক অনুসন্ধানমূলক বিশ্লেষণ এবং এটি ঠিক কি না তা নিশ্চিত করার জন্য আরও গবেষণা চলছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সর্বশেষ মহামারী সংক্রান্ত প্রতিবেদনে বলেছে যে, তিনটি দেশে অতিরিক্ত ডেল্টা সংক্রমিত হচ্ছেন। দেশে এই ধরনের সংক্রমিতের মোট সংখ্যা হয়ে গিয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার নির্বাহী প্রধান ডক্টর জেনি হ্যারিস এক বিবৃতিতে বলেছেন, ভ্যাকসিনেশন আমাদেরকে মারাত্মক অসুস্থতার হাত থেকে রক্ষা করার সবচেয়ে ভালো হাতিয়ার। তবে ভ্যাকসিন নিলেই সব ঝুঁকি দূর হয়ে যায় না করোনা সংক্রমণের।

বিশেষজ্ঞরা সাফ জানিয়ে দিয়েছেন, করোনা সংক্রমণ শুধু ভ্যাকসিন নিলেই রোখা যাবে না। করোনা রুখতে গেলে সবার আগে দরকার সতর্কতা। করোনার দুটি স্রোত ইতিমধ্যে বয়ে গিয়েছে বিশ্ব দিয়ে। এখন তৃতীয় স্রোত দুয়ারে কড়া নাড়ছে। অনেকে দেশেই আক্রান্ত হচ্ছেন করোনা নয়া রূপ ডেল্টা ও ইউকে স্ট্রেনে।

English summary
Expert says Corona vaccines may not stop Delta transmission and UK strain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X