For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিডের দ্বিতীয় স্রোত কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে, বিশেষজ্ঞমহল জানান দিল পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

দেশের একাধিক জায়গায় কার্যত সপ্তাহান্তে স্তব্ধতা দেখা যেতে শুরু করেছে কার্ফুর জেরে। এদিকে, প্রতিটি দিন নতুন নতুন রেকর্ড কায়েম করছে করোনার দৈনিক সংক্রমণ। অন্যদিকে মৃত্যুমিছিল অব্যাহত। এমনকি করোনায় মৃতদের অন্ত্যেষ্টী প্রক্রিয়া নিয়েও বহু সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এমন অবস্থায় সকলেরই মনে প্রশ্ন যে করোনার এই দ্বিতীয় স্রোত কতদিন পর্যন্ত স্থায়ী হবে? যার জবাব দিয়েছেন বিশেষজ্ঞরা।

 করোনার দ্বিতীয় স্রোত কতদিন পর্যন্ত থাকবে?

করোনার দ্বিতীয় স্রোত কতদিন পর্যন্ত থাকবে?

বিশেষজ্ঞ মহল জানাচ্ছে করোনার দ্বিতীয় স্রোত অন্ত পক্ষে ১০০ দিন স্থায়ী হয়। অর্থাৎ ৩ মাস এই স্রোত নিজের মারণ কামড় ধরে রাখে। তবে এই স্রোত আসতেই থাকতে পারে, যদি না ৭০ শতাংশ মানুষ ভ্যাকসিন পান। আর একটি এলাকা 'হার্ড ইমিউনিটি' ফিরে পায়। এই বক্তব্য উঠে এসেছে দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের একটি 'অ্যাডভাইসারি' থেকে।

 করোনার দ্বিতীয় স্রোতে সবচেয়ে বড় উপসর্গ কী?

করোনার দ্বিতীয় স্রোতে সবচেয়ে বড় উপসর্গ কী?

অ্যাডভাইসারি বলছে, রুটিন আরটি-পিসিআর টেস্ট সম্ভবত এই ভাইরাসকে খুঁজে পায় না। তবে যদি কারোর গন্ধ পাওয়ার ক্ষমতা হঠাৎ করে কমতে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। করোনার দ্বিতীয় স্রোতে সবচেয়ে বড় উপসর্গ গন্ধ।

সার্ফেস ট্রান্সমিশন সম্পর্কে কী বলছেন বিশেষজ্ঞরা?

সার্ফেস ট্রান্সমিশন সম্পর্কে কী বলছেন বিশেষজ্ঞরা?

প্রসঙ্গত, বহু বিশেষজ্ঞের দাবি, করোনার জেরে সার্ফেস ট্রান্সমিশন সেভাবে বড় আকার নিচ্ছে না আপাতত। এমনই ট্রেন্ড দেখা যাচ্ছে। তবে এরই মাঝে সতর্কতা মূলক বার্তায় বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক কোনও মতেই যেন চলাফেররা সময় নাকের থেকে নিচে না নেমে যায়। তাহলেই সমস্যার পরিমাণ বাড়বে।

 করোনা রুখতে কোন ধরনের খাবার কার্যকরী

করোনা রুখতে কোন ধরনের খাবার কার্যকরী

বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসের দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়া একটি বড় ভয়ঙ্কর দিক। তারফলে নিজেকে ভাইরাস থেকে দূরে রাখতে ও গরমের আবহে সুস্থ থাকতে, ডাবের জল, বহু ফলের রস পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর সঙ্গেই ডালিয়া জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

English summary
Expert's advisory says, 2nd Covid wave can last up to 100 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X