For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দল থেকে বহিষ্কৃত, আজ ধরনায় বসবেন 'বিদ্রোহী' বিন্নি

Google Oneindia Bengali News

দল থেকে বহিষ্কৃত, আজ ধরনায় বসবেন 'বিদ্রোহী' বিন্নি
নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : দলে থেকে দলের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর তার জেরেই অবশেষে বিনোদ কুমার বিন্নিকে বহিষ্কার করল আম আদমি পার্টি। আর এই ঘটনায় ফের বিদ্রোহী হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন বিন্নি। হুমকি দিলেন আজ থেকে কেজরিওয়ালের বিরুদ্ধেপ্রতিবাদ জানাতে জন্তরমন্তরে ধরনায় বসবেন বিন্নি।

রবিবার সন্ধ্যাবেলায় একটি প্রেস বিবৃতি দিয়ে দলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। আপের তরফে ওই বিবৃতিতে জানানো হয়েছে, দল ও নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করার কারণে দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে দিল্লি বিধানসভা থেকে আপের ২৭ বিধায়ক রইলেন।

যদিও আপ নেতা ইলিয়স আজমি জানিয়েছে, বিন্নিকে দলের বিরোধিতা করায় বহিষ্কার করা হয়েছে ঠিকই। তবে নিজের ভুল বুঝে ক্ষমা চেয়ে নিলে আমরা আমাদের সিদ্ধান্তের পুর্নবিবেচনা করতে পারি।

আপ ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক অভিযোগ এনে দলকে অস্বস্তিতে ফেলতে থাকেন বিন্নি। এমনকী নির্বাচনী প্রচারে আম আদমি পার্টি তথা অরবিন্দ কেজরিওয়াল যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণে তারা অসমর্থ বলেও অভিযোগ তুলেছিলেন বিন্নি। কেজরিওয়ালকে মিথ্যাবাদী বলতেও ছাড়েননি বিন্নি। সে কারণে দলের তরফে একটি শোকজ নোটিশও দেওয়া হয় বিন্নিকে।

দল থেকে বহিষ্কার করে দেওয়া হলেও নিজের বক্তব্যেই অনড় থাকবেন বলে জানিয়ে দিয়েছিলেন বিদ্রোহী বিন্নি। এদিনও বলেন, আমি আপেই থাকতে চাই। এবং দলের দৃষ্টিভঙ্গি ও নীতি নিয়ে কথা বলতে চাই। আমাকে বহিষ্কার করে দেওয়া হল আমি তাও আদেপ নীতির বাস্তবায়নের দাবি জানিয়ে যাব।

English summary
Expelled from AAP, Vinod Binny to protest against Kejriwal today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X