For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ কোটি ভ্যাকসিন ডোজের প্রত্যাশা অগাস্টে‌ও‌, দৈনিক ১ কোটির স্বপ্ন বাস্তবায়নে দেরি

১৫ কোটি ভ্যাকসিন ডোজের প্রত্যাশা অগাস্টে‌ও‌, দৈনিক ১ কোটির স্বপ্ন বাস্তবায়নে দেরি

Google Oneindia Bengali News

নতুন ভ্যাকসিন প্রস্তুতকারকরা ভারতে না আসায় অগাস্টেও দেশের করোনা ভ্যাকসিন সম্ভবত দৈনিক ৫০ লক্ষের গণ্ডিতেই থাকবে। নীতি আয়োগের সদস্য (‌স্বাস্থ্য)‌ ডাঃ ভিকে পাল জানিয়েছেন, আগামী মাসে ভ্যাকসিনের দৃশ্যমানতা রয়েছে ১৫ কোটি ডোজ। এর অর্থ প্রতিদিন ৫০ লক্ষ করে ডোজ প্রয়োগ করা হবে কোনও ভ্যাকসিন অপচয় ছাড়া। প্রসঙ্গত, কিছুদিন আগেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে অগাস্টে সরকারের লক্ষ দৈনিক এক কোটি ভ্যাকসিন ডোজ। যা এই মুহূর্তে সম্ভব নয় বলেই জানিয়েছে নীতি আয়োগ।

১৫ কোটি ভ্যাকসিন ডোজ

১৫ কোটি ভ্যাকসিন ডোজ

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের কোভিড-১৯ নিয়ে সাংবাদিক সম্মেলনে এক সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ডাঃ পাল বলেন, '‌পরবর্তী বৈঠকে আমরা নির্দিষ্ট সংখ্যাটি জানাতে পারব কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদের ভ্যাকসিন দৃশ্যমানতা ১৫ কোটি বা তার একটু বেশি থাকবে, ভ্যাকসিনগুলি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে বলে আমরা প্রশংসাও পেয়েছি, কিন্তু হ্যাঁ, দৃশ্যত ১৫ কোটি ভ্যাকসিন ডোজই আগামী মাসের জন্য রাখা হয়েছে বলে মনে করছি।'‌

 জুন–জুলাইয়ে টিকাকরণের পরিসংখ্যান

জুন–জুলাইয়ে টিকাকরণের পরিসংখ্যান

এখনও পর্যন্ত জুলাইতে, ভারতে প্রায় ৯.‌৮০ কোটি ডোজ প্রয়োগ হয়েছে, দৈনিক ৩৬.‌২৯ লক্ষ ডোজের হিসাবে। এটা অবশ্য জুনের গড় দৈনিক ৩৯.‌৮৯ লক্ষ ডোজের চেয়ে কম। যদিও সরকারের লক্ষ্য প্রতিদিন এক কোটি করে ডোজ প্র‌য়োগ করা এবং অগাস্ট ও ডিসেম্বরের মধ্যে প্রায় ১৩৫ কোটি ভ্যাকসিন ডোজের উপলব্ধতার আশা করা যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে রাজ্যগুলি অগাস্টের ভ্যাকসিন উপলব্ধতার বিষয়ে জানিয়েছে।

টিকাকরণের খরচ

টিকাকরণের খরচ

সংসদে বাদল অধিবেশন চলাকালীন গত সপ্তাহে সরকার জানিয়েছে যে এখনও পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির জন্য ব্যয় হয়েছে মোট ৯,৭২৫ কোটি টাকা। এর মধ্যে ভ্যাকসিন ক্রয় ও পরিচালনার খরচও যুক্ত রয়েছে।

কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখি

কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখি

বুধবার ফের দেশে কোভিড গ্রাফ বাড়তে দেখা গেল। ভারতে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩ হাজারের কাছাকাছি। দেশের পাঁচ রাজ্যে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে। কেরল, মহারাষ্ট্র, মিওরাম, তামিলনাড়ু ও ওড়িশায় দৈনিক সংক্রমণের হার বেড়েছে। দেশের মোট সংক্রমণের ৭৭ শতাংশ এই পাঁচ রাজ্য থেকে

English summary
expect 15 crore vaccine doses in august far from1 crore daily shots
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X