For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতীশের থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ীরা, বেকারত্ব ঠেকাতে বিহারের ভরসা তেজস্বী যাদবই

পরিযায়ী কাঁটাতেই বিদ্ধ নীতীশ, বেকারত্ব ঠেকাতে বিহারের ভরসা তেজস্বী যাদবই! বলছে বুথ ফেরত সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

গতকালই শেষ হয়েছে বিহারের অন্তিম পর্বের নির্বাচন। এদিকে তারপরেই বিভিন্ন সংবাদমাধ্যম তথা বিশ্লেষক সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে অনেকটাই অ্যাডভান্টেজে রয়েছে বিহারের বিরোধী মহাজোট। এমনকী তেজস্বীর তেজে কুর্সি হারাতে চলেছে নীতীশ কুমার। তবে এই ফলাফলের পিছনে বিহারের পরিযায়ী সঙ্কটকেই বড় করে দেখতে চাইছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

তেজস্বীকেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন ৪৪ শতাংশ মানুষ

তেজস্বীকেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন ৪৪ শতাংশ মানুষ

সদ্য প্রকাশিত অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে রাজ্যের ৪৪ শতাংশ মানুষ লালুপুত্র তেজস্বী যাদবকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। অন্যদিকে, বিহারের ৩৫ শতাংশ মানুষ ফের নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ-বিজেপির এনডিএ জোটকেই ফের সরকারে বসাতে চাইছেন।

বেকারত্বের সমস্যাই কাল হল নীতীশের

বেকারত্বের সমস্যাই কাল হল নীতীশের

এই সমীক্ষার রিপোর্টেই স্পষ্ট, ২০২০-র বিহার বিধানসভা নির্বাচনে বিহারের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকেরা মুখ ফিরিয়েছেন বিজেপি-জেডিইউ থেকে। উল্টে করোনাকালীন আর্থিক মন্দা হোক বা বেকরত্ব দূরীকরনের ক্ষেত্রে তারা ভরসা রেখেছেন আরজেডি নেতৃত্বাধীন বিরোধী মহাজোটের উপরেই। আর তাতেই ঘুরছে খেলা। তবে চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা এখনও ৪৮ ঘণ্টার।

৪৪ শতাংশ পরিযায়ীর রায় বিরোধী মহাজোটের পক্ষে

৪৪ শতাংশ পরিযায়ীর রায় বিরোধী মহাজোটের পক্ষে

এদিকে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে বিহারের পরিযায়ী শ্রমিকদের মধ্যে বর্তমানে ৪৪ শতাংশ পরিযায়ী বিরোধী মহাজোটের পক্ষে নিজেদের রায় দিয়েছে। অন্যদকে পুনরায় এনডিএ জোটকে রাজ্য শাসনের দায়ভার দিতে চলেছে ৩৭ শতাংশ পরিযায়ী শ্রমিক। এদিকে লকডাউন চলাকালীন সময়ে দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে কাজ হারিয়ে বিহারে ফিরেছেন প্রায় ৩০ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক। কিন্তু তারপরেও ঘরের মাটিতেও কাজ না পেয়ে এখনও পর্যন্ত কার্যতি দিশাহীন অবস্থার মধ্যেই তীব্র দৈন্য দশার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

 বেকারত্বকেই সবথেকে বড় সমস্যা বলে দেখছেন বিহারের ৩০ শতাংশ ভোটার

বেকারত্বকেই সবথেকে বড় সমস্যা বলে দেখছেন বিহারের ৩০ শতাংশ ভোটার

এক্সটি পোলের তথ্য বলছে, বিহারের মোট ভোটারের মধ্যে ৩০ শতাংশ ভোটারই বেকাত্বার সঙ্কটকে এই মূহূর্তে দেশের সব থেকে বড় সমস্যা বলে মনে করছেন। এদিকে এর আগে অক্টোবরেও লোকনীতি-সিএসডিএস-র জনমত সমীক্ষাতেও খানিকটা একই চিত্র দেখা গিয়েছিল। তবে সেই সময় ২০ শতাংশ মানুষ বেকারত্বের সমস্যাকে রাজ্যের অন্যতম বড় সমস্যা বলে দেখতে রাজি ছিলেন। বিহারের ২৪৩ টি বিধানসভা এলাকার ৬৩ হাজার মানুষের মতামতের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমেই ওই জনমত সমীক্ষার ফল প্রকাশ করা হয়।

বাইডেনকে শুভেচ্ছা প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার, বিদায়বেলাতেও খোঁচা খেলেন ট্রাম্পবাইডেনকে শুভেচ্ছা প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামার, বিদায়বেলাতেও খোঁচা খেলেন ট্রাম্প

English summary
exit polls says migrants turn away from nitish kumar bihars reliance on tejaswi yadav to curb unemployment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X