For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুথ ফেরত সমীক্ষা: 'হাত' কোণঠাসা, মহারাষ্ট্র-হরিয়ানায় ফুটবে পদ্ম

Google Oneindia Bengali News

বুথ ফেরত সমীক্ষা: 'হাত' কোণঠাসা, মহারাষ্ট্র-হরিয়ানায় ফুটবে পদ্ম
নয়াদিল্লি, ১৬ অক্টোবর : মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ। চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে ১৯ অক্টোবর পর্যন্ত। কিন্তু তার আগেই বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফল বেরিয়ে গিয়েছে। আর তাতে দেখা যাচ্ছে মহারাষ্ট্র ও হরিয়ানা উভয় রাজ্যেই সরকার গড়তে চলেছে বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি সরকার আসবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে বিভিন্ন সমীক্ষার ফলে।

এবারের বিধানসভা নির্বাচনের উল্লেখযোগ্য বিষয় ছিল জোট ভঙ্গ। বিজেপি শিবসেনা এবং কংগ্রেস-এনসিপি জোট ছাড়াই এবার লড়াই করেছেন নির্বাচনে। আর তার ফলে এবারের নির্বাচন ছিল আরও জটিল। জোটসঙ্গীরা আলাদা প্রতিদ্বন্দ্বীতা করায় ভোটও ভাগ হয়েছে। কমতে পারে জয়ের ব্যবধান।

এবিপি-নিয়েলসন, চাণক্য এবং ইন্ডিয়া টিভি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার ফল বেরিয়েছে। আর প্রত্যেকটিতেই দেখা গিয়েছে মহারাষ্ট্রে মূলত চতুর্মুখী লড়াই বিজেপি, সেনা, কংগ্রেস ও এনসিপির মধ্যে। কিন্তু তিনটি সমীক্ষার ফলেই সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছে বিজেপি।

অন্যদিকে হরিয়ানাতেও বিজেপি এগিয়ে। এখানে লড়াই অবশ্য ত্রিমুখী। বিজেপি, আইএনএলডি, কংগ্রেসের মধ্যে লড়াই।

মহারাষ্ট্র, মোট আসন ২৮৮, সংখ্যাগরিষ্ঠতা পেতে চাই ১৪৫টি আসন
চাণক্য
বিজেপি-১৫১
কংগ্রেস - ২৭
এনসিপি - ২৮
শিবসেনা - ৭১
অন্যান্য - ১১
এবিপি নিয়েলসন
বিজেপি-১৪৪
কংগ্রেস - ৩০
এনসিপি - ২৯
শিবসেনা -৭৭
অন্যান্য - ৮
ইন্ডিয়া টিভি সি ভোটার
বিজেপি-১২৪-১৩৪
কংগ্রেস - ৩৮-৪৮
এনসিপি - ৩১-৪১
শিবসেনা - ৫১-৬১
অন্যান্য -১৮-৩০

হরিয়ানা, মোট আসন ৯০, সংখ্যাগরিষ্ঠতা পেতে চাই ৪৬টি আসন
চাণক্য
বিজেপি-৫২
আইএনএলডি - ২৩
কংগ্রেস - ১০
অন্যান্য - ৫
এবিপি নিয়েলসন
বিজেপি-৪৬
আইএনএলডি - ২৯
কংগ্রেস - ১০
অন্যান্য - ৫
ইন্ডিয়া টিভি সি ভোটার
বিজেপি-৩৪-৪০
আইএনএলডি - ২৫-৩১
কংগ্রেস - ১২-১৮
অন্যান্য - ৪-১৬

English summary
Exit polls: Narendra Modi will snatch Maharashtra and Haryana from Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X