
Exit Polls 2022: উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যের ভোটের ফলে নজর, টুডে'জ চাণক্য-র বুথ ফেরত সমীক্ষায় কোন ইঙ্গিত?
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ ১০ মার্চ। তার আগে আজ বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন সংস্থা এগজিট পোল প্রকাশ করেছে। টুডে'জ চাণক্য নিউজ ২৪ চ্যানেলে যে সমীক্ষার ফল প্রকাশ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য, পাঞ্জাব কংগ্রেসের হাতছাড়া হয়ে আম আদমি পার্টির সরকার গড়ার পক্ষে রায় দিতে পারে। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপির জয়ের আভাস দেওয়া হয়েছে।

ইউপি বিজেপিরই
টুডে'জ চাণক্য-র বুথ ফেরত সমীক্ষায় উত্তরপ্রদেশে আসন কিছুটা কমলেও ক্ষমতায় ফিরতে কোনও বাধাই হবে না যোগী আদিত্যনাথের। বিজেপি সহযোগীদের নিয়ে সাত দফার বিধানসভা ভোটের শেষে ৪৩ শতাংশ ভোট পেয়ে ২৯৪টি আসন পেতে পারে। আসনের হেরফের হতে পারে ১৯টি, ভোটের হেরফের হতে পারে ৩ শতাংশ। সমাজবাদী পার্টির জোট ৩৫ শতাংশ ভোট পেয়ে ১০৫টি আসন জিততে পারে, আসন ও ভোটের শতাংশের হেরফের হতে পারে যথাক্রমে ১৯টি ও ৩ শতাংশ। বহুজন সমাজ পার্টি ১৩ শতাংশ ভোট পেয়ে জিততে পারে ২টি আসন। ৩ শতাংশ ভোটের হেরফেরে ২টি আসন বাড়়তে বা কমতে পারে। কংগ্রেস ১টি আসন পেতে পারে, ভোটের শতকরা হার হতে পারে ৪ শতাংশ। ৩ শতাংশ ভোটের হেরফেরে আরেকটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। অন্যরা ৫ শতাংশ ভোট পেয়ে ১টি আসন জিততে পারে। এখানে ৩ শতাংশের হেরফেরে ১টি আসন বাড়তে বা কমতে পারে।

পাঞ্জাবে আম আদমি পার্টি
নিউজ ২৪ চ্যানেলে প্রকাশিত টুডে'জ চাণক্য-র সমীক্ষায় পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার গঠনেরই আভাস। পাঞ্জাবে ৪৫ শতাংশ ভোট পেয়ে আপ ১০০টি আসনে জিততে পারে। ৩ শতাংশ ভোটের হেরফেরে আরও ১১টি আসন বাড়তে বা কমতে পারে। কংগ্রেস পেতে পারে ২৩ শতাংশ ভোট, ১০টি আসন। ৩ শতাংশের হেরফেরে আরও ৭টি আসন এদিক-ওদিক হতে পারে। শিরোমণি অকালি দলের জোট পেতে পারে ১৬ শতাংশ ভোট, ৬টি আসন। ৩ শতাংশের হেরে ৫টি আসন বাড়তে বা কমতে পারে। বিজেপি জোট ৯ শতাংশ ভোট পেতে পারে। কিন্তু আসন জিততে পারে ১টি। তবে ৩ শতাংশ ভোটের হেরফেরে ১টি আসন বাড়়তে বা কমতে পারে। অন্যান্যদের ঝুলিতে ৭ শতাংশ ভোট গেলেও আসন জয়ের আভাস নেই। অবশ্য ৩ শতাংশ ভোট বেশি পেলে একটি আসন জিততেও পারে অন্যান্যরা।

উত্তরাখণ্ড কার?
উত্তরাখণ্ডে বিজেপি সরকার গড়বে বলে আভাস দিয়েছে টুডে'জ চাণক্য-র সমীক্ষা। দেখানো হয়েছে, বিজেরি ৪১ শতাংশ ভোট পেয়ে ৪৩টি আসন জিততে পারে। তিন শতাংশ ভোটের হেরফেরে বাড়়তে বা কমতে পারে ৭টি আসন। কংগ্রেস ৩৪ শতাংশ ভোট পেয়ে ২৪টি আসন জিততে পারে, এখানেও তিন শতাংশ ভোটের হেরফেরে সাতটি আসন এদিক-ওদিক হতে পারে। অন্যান্যরা ভোট পেতে পারে ২৫ শতাংশ। তাদের ঝুলিতে যেতে পারে ৩টি আসন। তিন শতাংশ ভোটের হেরফেরে আরও তিনটি আসন বাড়তে বা কমতে পারে।