For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনডিএ-র ভোট শতাংশ এবারে ৩৯ থেকে কমে দাঁড়াতে পারে ৩১-এ, জানাচ্ছে দ্য নিয়েলসেন এক্সিট পোল

এবিপি এবং এ সি নিয়েলসেন সংস্থার করা বুথ-ফেরত সমীক্ষাও এদিন উঠে আসে এবং তাতে দেখা যায়, বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এলায়েন্স (এনডিএ) পেতে পারে ২৬৭টি আসন এবং কংগ্রেসের ইউনাইটেড প্রোগ্রেসিভ

  • By Shubham Ghosh
  • |
Google Oneindia Bengali News

শেষ হল লোকসভা নির্বাচন ২০১৯। রবিবার, ১৯ মে, সম্পন্ন হল নির্বাচনের সপ্তম তথা অন্তিম দফা। নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংবাদমাধ্যমে আসতে শুরু করে বুথ-ফেরত সমীক্ষার হিসেব। এবিপি এবং এ সি নিয়েলসেন সংস্থার করা বুথ-ফেরত সমীক্ষাও এদিন উঠে আসে এবং তাতে দেখা যায়, বিজেপি-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এলায়েন্স (এনডিএ) পেতে পারে ২৬৭টি আসন এবং কংগ্রেসের ইউনাইটেড প্রোগ্রেসিভ এলায়েন্স (ইউপিএ) পেতে পারে ১২৭টি আসন। অন্যান্য দলগুলি পেতে পারে ১৪৮টি আসন।

এনডিএ-র ভোট শতাংশ এবারে ৩৯ থেকে কমে দাঁড়াতে পারে ৩১-এ, জানাচ্ছে দ্য নিয়েলসেন এক্সিট পোল

এনডিএ-র ভোট শতাংশ কমে যেতে পারে ৮ পয়েন্ট; অন্যান্যদের বাড়তে পারে ৯ পয়েন্ট

তবে আসনের নিরিখে এনডিএ ম্যাজিক ফিগার অর্থাৎ ২৭২-র থেকে (লোকসভার মোট আসন ৫৪৩) মাত্র পাঁচ কম পেলেও তাদের ভোট শতাংশ ২০১৪-র তুলনায় হতে পারে প্রায় আট শতাংশ কম। অর্থাৎ, গতবার এনডিএ ৩৯ শতাংশ ভোট পেলেও এবারে তা কমে দাঁড়াতে পারে ৩১ শতাংশে, বলছে এবিপি এবং এ সি নিয়েলসেন-এর এক্সিট পোল সমীক্ষা।

অন্যদিকে, ইউপিএ-র ভোট শতাংশ এবারে কমে দাঁড়াতে পারে ২২ শতাংশে বলে জানাচ্ছে সমীক্ষাটি। গতবার তারা পেয়েছিল ২৩ শতাংশের একটু বেশি। তবে শতাংশের হিসেবে অন্যান্যরা অনেকটাই বেশি পেতে পারে বলে জানিয়েছে সমীক্ষাটি। আগেরবার তারা ৩৮ শতাংশ পেলেও এবারে সেটা বেড়ে দাঁড়াতে পারে ৪৭ শতাংশে। যদিও আসনের নিরিখে অন্যান্যদের মাত্র একটিই বাড়তে পারে।

এখানে উল্লেখ্য যে ২০১৪ সালের সাধারণ নির্বাচনের পরে দ্য নিয়েলসেন যে এক্সিট পোল পরিবেশন করেছিল, তাতে এনডিএ ২৮১টি আসন পাবে বলে ভবিষদ্বাণী করা হয়েছিল। যদিও, শেষ পর্যন্ত এনডিএ পায় ৩৩৬টি আসন। ইউপিএ ৯৭টি আসন পাবে বলে সেবারের সমীক্ষায় আশা করা হলেও শেষ পর্যন্ত তারা পায় মাত্র ৫৯টি আসন।

উত্তরপ্রদেশে মহাজোট পেতে পারে ৫৬টি আসন

এবারের সমীক্ষায় এ সি নিয়েলসেন বলেছে যে উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে ৮০টির মধ্যে মহাজোট এবারে পেতে পারে ৫৬টি আসন এবং এনডিএ-র কপালে জুটতে পারে মাত্র ২২টি আসন (গতবারে তারা জিতেছিল ৭৩টি)। ইউপিএ আগেরবারের মতো এবারেও মাত্র দু'টি আসনই পেতে পারে বলে জানিয়েছে সমীক্ষাটি।

English summary
Exit polls 2019: NDA vote share may fall from 39 to 31 per cent, says The ABP-AC Nielsen survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X