For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ঝাড়ু' দিয়ে 'হাত' সাফ, এবার ফুটবে 'পদ্মফুল'

Google Oneindia Bengali News

'ঝাড়ু' দিয়ে 'হাত' সাফ, এবার ফুটবে 'পদ্মফুল'
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর : রাধধানীর হাওয়ায় এখন পরিবর্তনের আভাস। যে আশঙ্কাটা কংগ্রেস করেছিল তা এবার সত্যি হতে চলেছে বলেই মনে হচ্ছে। পাঁচ রাজ্যের মধ্যে সম্ভবত চার রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। অন্তত বুথ ফেরত সমীক্ষা তো এমনটাই ইঙ্গিত দিচ্ছে।

দিল্লিতে বিজেপির ১৫ বছরের খরা সম্ভবত কাটতে চলেছে এবার৷ এককভাবে দিল্লির ক্ষমতা দখল করতে পারে গেরুয়া-পদ্ম ৷ এক্ষেত্রে তাদের লড়াই হবে সদ্যোজাত আম আদমি পার্টির সঙ্গে। শীলা দীক্ষিতের চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরার স্বপ্ন হয়তো এবার অধরাই থেকে যাবে৷ মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান বিজেপির দখলে যাচ্ছে। তবে, মিজোরাম কংগ্রেসের দখলে থাকার সম্ভাবনা বেশি।

একমাত্র চাণক্যর সমীক্ষা বলছে দিল্লি বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে আপ!

লোকসভা ভোটের মাত্র ৬ মাস আগে বিধানসভা নির্বাচনের দলের এই অস্বস্তিকর পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে কংগ্রেস নেতৃত্বের কপালে।

বুধবার টাইমস নাও, সিএনএন-আইবিএন ও টিভি টুডে গ্রুপ যে আলাদা আলাদা বুথ ফেরত সমীক্ষা করেছে, তার প্রতিটিতেই বিজেপি এগিয়ে৷ টাইমস নাও- সি ভোটার বুথ ফেরত সমীক্ষা বলছে, খুব সহজেই রাজস্থান ও মধ্যপ্রদেশে জিতে যাবে বিজেপি৷ সিএনএন-আইবিএন-সিএসডিএসের সমীক্ষাও প্রায় একই কথা বলছে৷

তবে বিধানসভা নির্বাচনে এই হাওয়া বদল হলে সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি যে একটা বড় ভূমিকা নেবে তা বলাই বাহুল্য। কারণ কংগ্রেসের অনেক ভোটই কেটেছে আম আদমি পার্টি। দিল্লি দখলের ক্ষেত্রে বিজেপির সঙ্গে কংগ্রেস নয় টক্কর দিতে পারে আম আদমি পার্টি।

পাঁচ রাজ্যেরই ভোট গণনা হবে রবিবার, ৮ তারিখ। বুথ-ফেরত সমীক্ষার ফল মেলে কিনা, তা জানা যাবে সেই দিনই। এটা ঠিক যে অতীতে অনেক বারই বুথ-ফেরত সমীক্ষার ফল ভুল প্রমাণিত হয়েছে। আবার সমীক্ষার ফল মিলে যাওয়ার উদাহরণও রয়েছে ভুড়ি ভুড়ি।

চার রাজ্যের এই সমীক্ষা যদি সত্যি হয়, তা হলে লোকসভা ভোটের আগে কংগ্রেস কর্মীদের মনোবল ধাক্কা খাবে বলে দলীয় নেতাদের একটা বড় অংশের আশঙ্কা। কারও কারও মতে, সংশয় তৈরি হতে পারে রাহুল গাঁধীর নেতৃত্ব নিয়েও।

টাইমস নাও, ওআরজি মার্গ, নিলসেন

দিল্লিতে,বিজেপি পেতে পারে ৩৪টি আসন। আপ ও কংগ্রেস, দু'টি দলই ১৮টির মতো আসন পেতে পারে৷ অন্যারা পেতে পারেন ২টি আসন৷ সে ক্ষেত্রে মাত্র এক জন নির্দল বিধায়কের সমর্থন জোগাড় করতে পারলেই সরকার গড়বে বিজেপি৷

রাজস্থানে ১৩০টা বা তার বেশি আসন বিজেপি পাবে বলে পূর্বাভাস। সেখানে কংগ্রেস পেতে পারে খুব বেশি হলে ৫৫টার মতো আসন। ভোট ভাগের হিসেবে দেখা যাচ্ছে বিজেপি পেতে পারে প্রায় ৪১ শতাংশ ভোট৷ কংগ্রেস ৩২৷

মধ্যপ্রদেশেও কোনও সুবিধা করতে পারছে না সনিয়ার দল। ২৩০ আসন বিশিষ্ট রাজ্য বিধানসভায় শিবরাজ সিং চৌহান হ্যাটট্রিক করছেনইবলে জানিয়েছে সমীক্ষা৷ বিজেপি পেতে চলেছে ১৩৫-১৪৫ টার মতো আসন৷ একক সংখ্যাগরিষ্ঠতাই পাবে শিবরাজের দল৷ কংগ্রেস সেখানে পেতে পারে ৬৭-৭৭টার মতো আসন৷

টাইমস নাওয়ের সমীক্ষা

ছত্তিসগড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে ৷ বিজেপি পেতে পারে ৪৪টি আসন, কংগ্রেস ৪১টি৷ অর্থাত্‍ বিজেপি সংখ্যাগরিষ্ঠতার থেকে মাত্র ১ আসন দূরে থাকছে৷

সিএনএন আইবিএন

বিজেপি অন্তত ৪৫টি আসনে জিতবে বলে দাবি করেছে৷ তা ৫৫ ও ছুঁতে পারে৷

English summary
Congress biggest loser, BJP has slight edge over AAP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X