For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমাচল কার দখলে যাবে, কী বলছে টাইমস নাও-ভিএমআর এক্সিট পোল রিপোর্ট

এখানে কংগ্রেসের ৩৫জন ও বিজেপির ২৮ জন বিধায়ক ছিল। তবে এবারের ভোটে ফল কী হতে চলেছে। কী বলছে টাইমস নাও-ভিএমআর সমীক্ষা। আসুন দেখে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতের মতোই হিমাচলপ্রদেশের ভোটের ফলাফলও আগামী সোমবার প্রকাশিত হবে। গত ৯ নভেম্বর হিমাচলে ভোট হয়। মোট ভোট পড়েছিল ৭৪ শতাংশ। যা এর আগে কোনও বার হিমাচলের নির্বাচলে দেখা যায়নি। মোট ৬৮টি বিধানসভা আসনে ৩৪৯জন প্রার্থী লড়াই করেছে।

হিমাচল কার দখলে যাবে, কী বলছে টাইমস নাও-ভিএমআর এক্সিট পোল রিপোর্ট

আগের বারে এখানে কংগ্রেসের ৩৫জন ও বিজেপির ২৮ জন বিধায়ক ছিল। তবে এবারের ভোটে ফল কী হতে চলেছে। কী বলছে টাইমস নাও-ভিএমআর সমীক্ষা। আসুন দেখে নেওয়া যাক একনজরে।

মোট ৬৮টি বিধানসভা আসনে ১১, ২৮৩টি ভিভিপ্যাট মেশিন ব্যবহার করা হয়েছিল। তার মধ্যে ২৯৭টি ভোটের সময় পাল্টানো হয়। এই মুহূর্তে কংগ্রেস ক্ষমতায় রয়েছে হিমাচল প্রদেশের।

২০১২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৬৮টি আসনের মধ্যে ৩৫টি আসন। এদিকে বিজেপি পেয়েছিল ২৮টি আসন। তবে এবার সেই জায়গায় সম্ভবত বদল আসতে চলেছে।

মোট আসন ৬৮টি

বিজেপি পাবে সম্ভাব্য ৫১টি আসন

কংগ্রেস পাবে সম্ভাব্য ১৬টি আসন

অন্যান্যরা কোনও আসন পাবে না

English summary
Exit Poll Himachal Pradesh Election Results 2017 of Times Now-VMR: BJP projected to win with 51 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X