For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওড়িশা বিধানসভার দখল কি নিজের হাতেই রাখতে পারবে বিজেডি? কী বলছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা

এক্সিট পোলের গড় থেকে দেখা যাচ্ছে ওড়িশায় বিজেপি বিজেডির লড়াই হলেও ক্ষমতায় ফিরতে পারেন বিজু জনতা দলের নবীন পট্টনায়েক।

Google Oneindia Bengali News

এক্সিট পোলের গড় থেকে দেখা যাচ্ছে ওড়িশায় বিজেপি ও বিজেডির লড়াই হলেও ক্ষমতায় ফিরতে পারেন বিজু জনতা দলের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তবে তাঁর দলের আসন সংখ্যা কমবে বলেই জানাচ্ছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। ওড়িশা বিধানসভার আসন সংখ্যা ১৪৭। এক্সিট পোলের গড় জানাচ্ছে প্রায় ৮৫টি আসন নিয়ে ফের ক্ষমতায় আসতে পারেন নবীন পট্টনায়েক।

কনক নিউজ

কনক নিউজ

কনক নিউজের বুথ ফের সমীক্ষায় দেখা যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি পেতে পারে ৮৫ টি আসন। বিজেপি পেতে পারে ২৫ টি আসন। অন্যরা পেতে পারে ২৪ টি এবং কংগ্রেস পেতে পারে ১২ টি আসন।

নিউজ এইটটিন ওড়িশা

নিউজ এইটটিন ওড়িশা

নিউজ এইটটিন ওড়িশার এক্সিট পোলেও দেখানো হয়েছে বিজেডি পেতে পারে ৮৫ টি আসন। তবে এক্ষেত্রে বিজেপিকে ২৬ টি আসন দেওয়া হয়েছে। অন্যরা পেতে পারে ২৪ টি আসন। আর কংগ্রেস পেতে পারে ১১ টি আসন।

[আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষা! সম্ভাব্য ফল নিয়ে তাল কাটল বিরোধী শিবিরে][আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষা! সম্ভাব্য ফল নিয়ে তাল কাটল বিরোধী শিবিরে]

২০১৪ সালে ওড়িশা বিধানসভার ফল

২০১৪ সালে ওড়িশা বিধানসভার ফল

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেডি পেয়েছিল ১১৭ টি আসন। কংগ্রেস পেয়েছিল ১৬ টি আসন। বিজেপি পেয়েছিল ১০টি আসন। নির্দল ২ টি, সিপিএম ১ টি এবং সমতা ক্রান্তি দল পেয়েছিল ১ টি আসন।

ওড়িশায় বিধানসভা ও লোকসভা নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী মোদী ওড়িশা সফর করেছিলেন ১০ বার, আর বিজেপি সভাপতি গিয়েছিলেন ১৮ বার। এছাড়াও প্রায় ৫০ জন জাতীয় পর্যায়ের বিজেপি নেতা বিভিন্ন সময়ে ওড়িশা সফর করেছিলেন।

[আরও পড়ুন:বুথ ফেরত সমীক্ষা! ৩ গুরুত্বপূর্ণ রাজ্যের সম্ভাব্য ফল বিজেপির 'চাহিদা' মতোই][আরও পড়ুন:বুথ ফেরত সমীক্ষা! ৩ গুরুত্বপূর্ণ রাজ্যের সম্ভাব্য ফল বিজেপির 'চাহিদা' মতোই]

[আরও পড়ুন: মমতার আশঙ্কাই কি সত্যি হল! এক্সিট পোল-এর পর মায়াবতী-সোনিয়া বৈঠক ঘিরে কী জানা যাচ্ছে][আরও পড়ুন: মমতার আশঙ্কাই কি সত্যি হল! এক্সিট পোল-এর পর মায়াবতী-সোনিয়া বৈঠক ঘিরে কী জানা যাচ্ছে]

English summary
Exit poll for Odisha assembly Election 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X