For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা নির্বাচনে সারা দেশে বামেদের হাল কী হতে চলেছে! এক্সিট পোল পরিসংখ্যান চমকে দিতে পারে

টানা ৩৪ বছর বাংলায় দাপটের সঙ্গে রাজত্ব করেছে বামফ্রন্ট। ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত বাংলা কার্যত লাল দূর্গ ছিল। আলিমুদ্দিন স্ট্রিটের লাল নিশান সগর্বে উড়েছে মহানগরীর বুকে।

Google Oneindia Bengali News

টানা ৩৪ বছর বাংলায় দাপটের সঙ্গে রাজত্ব করেছে বামফ্রন্ট। ১৯৭৭ থেকে ২০১১ পর্যন্ত বাংলা কার্যত লাল দূর্গ ছিল। আলিমুদ্দিন স্ট্রিটের লাল নিশান সগর্বে উড়েছে মহানগরীর বুকে। কিন্তু মাঝের খানিকটা সময় এই দূর্গের দাপটে বেশ কিছুটা ফাটল ধরিয়ে দিয়েছিল। আর ২০১১ সালের পর থেকে সেই ফাটল চওড়া হতে থাকে। শক্তিহারাতে থাকে বাংলার লাল দূর্গের ভিতের মাটি। এরপর ২০১৪ লোকসভা, আর তার পর ২০১৯। রবিবার ১৯ মে সপ্তম পর্বের ভোট মিটতেই এক্সিট পোল-এর হিসাব বলছে ২০১৯ সালে লোকসভা ভোটের ফলাফলে এরাজ্যে খুঁজেই পাওয়া যাবে না বামেদের।

 বাংলা নিয়ে সমীক্ষার ফলাফল

বাংলা নিয়ে সমীক্ষার ফলাফল

বাংলা নিয়ে এসি নিয়েলসন থেকে সি ভোটার, অ্যাক্সিস সহ একাধিক বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, বামেরা কার্যত মাটি হারাতে চলেছে। ২০১৪ সালে ৪২ টির মধ্যে বামেদের দখলে যেখানে ২ টি আসন ছিল, সেই মুর্শিদাবাদ ও রায়গঞ্জও এবার ২০১৯ লোকসভা ভোটে ধরে রাখতে পারবেন লাল নিশান। এমনই দাবি বিভিন্ন সংস্থার সমীক্ষার। প্রসঙ্গত, ২০৪ সালের নির্বাচনেও বামেরা ৪২ টির মধ্যে ৩৫ টি আসন ধরে রেখেছিল।

লাল দূর্গ কেরলে বামেদের পরিস্থিতি কোন দিকে?

লাল দূর্গ কেরলে বামেদের পরিস্থিতি কোন দিকে?

টাইমস নাও বলছে কেরলে বামজোট পেতে পারে ৪ টি আসন,ইন্ডিয়া টুডে-র ও একই দাবি। সেরাজ্যের মোট ২০ টি আসনের মধ্য়ে সিএনএন দাবি করছে, ১১ থকে ১৩ টি আসতে পারে বামেদের দখলে। দক্ষিণের মানোরমা থেকে মাত্রুভূমিও দাবি করছে বাম জোট কেরলে ৪ টি আসন ধরে রাখতে পারবে। ফলে কার্যত কেরলের মতো জায়গায় বড়সড় ধ্বস নামতে পারে বামেদের জন্য। অন্তত বুথ ফেরত সমীক্ষা তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

[আরও পড়ুন: অধীর-শুভেন্দুর লড়াই জারি! উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে][আরও পড়ুন: অধীর-শুভেন্দুর লড়াই জারি! উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]

অন্যান্য জায়গায় কোন পরিস্থিতি?

অন্যান্য জায়গায় কোন পরিস্থিতি?

বিহারের বেগুসরাই আসন নিয়ে বাম শিবির বেশ উত্তেজিত ছিল। সেখানে বাম ছাত্রনেতা কানহাইয়া কুমারের বিপক্ষে লড়েছেন বিজেপির গিরিরাজ সিং। বুথ ফেরত সমীক্ষার দাবি, গিরিরাজ কানহাইয়াকে মাত দিতে চলেছেন আগামী ২৩ মে। এদিকে, এককালের পোক্ত লাল দূর্গ ত্রিপুরাও কার্যত হাতছাড়া হতে চলেছে বাম শিবিরের। সেখানের ২ টি আসনের মধ্যে কোনও একটিতেও বাম জোটের সম্ভাবনার দেখা মেলেনি বুথ ফেরত সমীক্ষায়।

[আরও পড়ুন: ২০১৯ লোকসভা ভেটের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতেই চাঙ্গা টাকার দর! ][আরও পড়ুন: ২০১৯ লোকসভা ভেটের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতেই চাঙ্গা টাকার দর! ]

English summary
Exit Poll 2019: what is the situation of left front in Loksabha poll 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X