For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ অবিজেপি রাজ্যের সঙ্গে হাত মেলালো অসমও, সময়মতো টিকাকরণের তৃতীয়দফার শুরু নিয়ে প্রশ্ন

৬ অবিজেপি রাজ্যের সঙ্গে হাত মেলালো অসমও, সময়মতো টিকাকরণের তৃতীয়দফার শুরু নিয়ে প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

দেশে করোনার (coronavirus) টিকাকরণের (vaccine) তৃতীয় পর্যায়ের শুরুতে অংশ নিতে রাজি নয়, এখনও পর্যন্ত করোনায় সব থেকে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র (maharashtra)। প্রসঙ্গত ১ মে থেকে দেশের ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হচ্ছে। মহারাষ্ট্রের সঙ্গে একই সিদ্ধান্তে সামিল দেশের আরও ৪ রাজ্য।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীর, ওই কেন্দ্রে ভোট স্থগিত করল কমিশনকরোনা আক্রান্ত হয়ে মৃত্যু বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীর, ওই কেন্দ্রে ভোট স্থগিত করল কমিশন

কেন্দ্রের নির্দেশিকা

কেন্দ্রের নির্দেশিকা

মহারাষ্ট্র সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্র নির্দেশিকা দিয়েছে, রাজ্যগুলিকে এবার থেকে নিজে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে। পাশাপাশি ৪৪ বছর পর্যন্ত ভ্যাকসিন দিতে ভ্যাকসিনের পর্যাপ্ত স্টক মজুত রাখতে হবে।

পাঁচ রাজ্যের সিদ্ধান্ত

পাঁচ রাজ্যের সিদ্ধান্ত

রবিবার ছয় রাজ্যে মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পঞ্জাব, কেরল সিদ্ধান্ত নেয়, তারা এই পর্যায়ের টিকাকরণে অংশ নেবে না।

একই সিদ্ধান্ত বিজেপি শাসিত অসমেরও

একই সিদ্ধান্ত বিজেপি শাসিত অসমেরও

অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সোমবার গুয়াহাটিতে জানিয়েছেন, মে-মাসের প্রথম সপ্তাহের রাজ্যে ১৮-৪৫ বছর বয়সীদের জন্য টিকাকরণের প্রক্রিয়া শুরু নিয়ে তিনি দ্বিধাগ্রহস্ত। কেননা ২ মে অসমের ভোটের ফল ঘোষণা। পাশাপাশি ভ্যাকসিনের তৃতীয়দফায় টাকাও দিতে হবে। সেই করাণেই মের প্রথম সপ্তাহে অসমে টিকাকরণের কাজ শুরু করা যাবে না বলেও মনে করছেন তিনি। তবে পোর্টালে নাম রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে যাবে। কেননা রাজ্য সরকার ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউটকে ভ্যাকসিনের জন্য অর্ডার দিয়েছে। তারা যবে ভ্যাকসিন পাঠাবে, তারপরেই ভ্যাকসিনেশনের কাজ শুরু করা যাবে। পাশাপাশি তিনি সোমবার কেন্দ্রের দেওয়া নির্দেশিকার কথা উল্লেখ করেছেন। যেখানে কোন রাজ্য কত ভ্যাকসিন পেতে পারে তার উল্লেখ করা হয়েছে।

মহারাষ্ট্রের প্রতিক্রিয়া

মহারাষ্ট্রের প্রতিক্রিয়া

মহারাষ্ট্র সরকারও সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেককে চিঠি দিয়েছে। তবে সরকারিভাবে কোনও উত্তর পায়নি। তবে মহারাষ্ট্র সরকারের সঙ্গে ডক্টর রেড্ডিজ ল্যাব-সহ তিনটি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার যোগাযোগ রয়েছে। জানা গিয়েছে, বর্তমান স্টক যাবে কেন্দ্রীয় সরকারের কাছে। তবে প্রস্তুতকারী সংস্থাগুলিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, কোন রাজ্যে তারা কত ভ্যাকসিন পাঠাবে।
তবে ডক্টর রেড্ডিজ ল্যাব এখনও পর্যন্ত ভ্যাকসিনের দাম না জানানোয় তাদেরকে কোনও চিঠি পাঠায়নি মহারাষ্ট্র সরকার। তবে ভ্যাকসিন সংগ্রহ করতে মহারাষ্ট্র সরকার গ্লোবাল টেন্ডার ডাকবে বলেও জানা গিয়েছে।
ন্যাশনাল হেলথ মিশনের মহারাষ্ট্রের ডিরেক্টর এন রামস্বামী জানিয়েছএন, ভ্যাকসিন পাওয়াটাই সমস্যা। সরবরাহ হলেই তারা ১৮ বছরের ওপরে সবাইকে ভ্যাকসিন দিতে শুরু করবেন।

English summary
Excepting Assam six non BJP states unlikely to Corona vaccine for 18 years from 1 May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X