For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশিত হল আইআইটির প্রবেশিকা পরীক্ষার ফল! প্রথম হরিয়ানার প্রণব

প্রকাশিত হল আইআইটি-র প্রবেশিকা পরীক্ষার ফল। প্রথম হয়েছেন হরিয়ানার পাঁচকুলার প্রণব গোয়েল। ৩৬০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩৩৭।

  • |
Google Oneindia Bengali News

প্রকাশিত হল আইআইটি-র প্রবেশিকা পরীক্ষার ফল। প্রথম হয়েছেন হরিয়ানার পাঁচকুলার প্রণব গোয়েল। ৩৬০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩৩৭। অন্যদিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন মীনাল পারেখ। তাঁর সর্বভারতীয় র‍্যাঙ্ক ষষ্ঠ। ৩৬০-র মধ্যে সে পেয়েছে ৩১৮।

প্রকাশিত হল আইআইটির প্রবেশিকা পরীক্ষার ফল! প্রথম হরিয়ানার প্রণব

সর্বভারতীয় পর্যায়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থানের বুন্ডির সহিল জৈন। দিল্লি জোনে সে প্রথম স্থানে রয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৩২৬।

ভারতীয় পুরাণের একনিষ্ঠ পাঠক এবারের আইআইটির প্রবেশিকায় প্রথম হওয়া হরিয়ানার পাঁচকুলার প্রণব গোয়েল। বাবা পঙ্কজ গোয়েল এবং মা মমতা গোয়েল, দুজনেই ব্যবসায়ী।

সিবিএসই-র দ্বাদশশ্রেণির পরীক্ষায় প্রণব পেয়েছিল ৯৭.২ শতাংশ নম্বর। প্রশ্নের উত্তরে সে জানিয়েছে, প্রতিদিন সে ৫ ঘণ্টা করে পড়াশোনা করত। একটা পুরো বছর জেইই অ্যাডভান্সড-এর জন্য পড়াশোনা করেছে।
প্রণব গোয়েল জানিয়েছে, তাঁর টার্গেটই ছিল জেইই অ্যাডভান্সড-এ সুযোগ পাওয়া। তার জন্য পুরো একবছর মেন পরীক্ষার জন্য তৈরি হয়েছে।

দেশব্যাপী প্রায় দেড়লক্ষ ছাত্রছাত্রী ২০ মে হওয়া পুরোপুরি কম্পিউটার ভিত্তিক প্রথমবারের এই পরীক্ষায়
অংশ নিয়েছিল।
ফল বেরনোর পর এবার মেধাতালিকা অনুযায়ী পরীক্ষার্থীরা আইআইটি, ইন্ডিয়ান স্কুল অফ মাইনস এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে সুযোগ পাবেন। ২৭ জুন থেকে এই প্রক্রিয়া শুরু হবে।

English summary
Examination held for admission to the IIT, Publishes on Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X