For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সরকারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জোট চাইছেন তৃণমূলের সঙ্গে, গোয়ায় বদলাচ্ছে সমীকরণ

কংগ্রেস ভেঙে গোয়ায় শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ২০২২-এ বিধানসভা নির্বাচনের বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে তৃণমূল এবার আসরে।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস ভেঙে গোয়ায় শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ২০২২-এ বিধানসভা নির্বাচনের বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে তৃণমূল এবার আসরে। আর এই রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির জোটেও ভাঙন সম্ভাবনা প্রবল হয়ে গেল। গোয়া ফরওয়ার্ড পার্টি বা জিএফপি তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে আগ্রহী। এই মর্মে তাঁরা তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে দাবি।

গোয়ায় বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী জোট চান তৃণমূলের সঙ্গে

গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই জানান, রাজ্যের আমজনতার মনোভাব বুঝেই তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ২০১৭ সালের বিধানসভা ভোটের আগে আসন সমঝোতার বিষয়ে কংগ্রেসের সঙ্গে কয়েকদফা আলোচনা হয়েছিল জিএফপির। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। সেই আঙ্গিকে এবার তৃণমূলের সঙ্গে সমঝোতার করার পরিকল্পনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা ভেস্তে যাওয়ায় এককভাবে লড়েছিলেন জিএফপি। তারা এককভাবে তিনটি আসনে জয়ী হয়েছিল। তার মধ্য বিজয় সরদেশাই নিজে ফতোরদা কেন্দ্র থেকে বিজয়ী হন। শেষে তারা বিজেপির নেতৃত্বে সরকারের অংশ হয়। এবং বিজয় সরদেশাই গোয়ার উপমুখ্যমন্ত্রী হন।

তিনি বর্তমানে জানিয়েছেন কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে তাদের কোনও পরিকল্পনা নেই। বরং তারা তৃণমূলের সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহী। এখানে উল্লেখ্য, ২০১৭ সালে গোয়ায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ভেস্তে যাওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তৎকালীন কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরোকে দুষেছিলেন সরদেশাই। তিনি এখন রাজ্যে তৃণমূলের প্রধান মুখ।

২০১৭ সালে ভোটের পর বিজেপির সঙ্গে সমঝোতা করে জোট সরকার গড়েছিল জিএফপি। সেই জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজয় সরদেশাই। তিনি ২০১৯ সাল পর্যন্ত বিজেপি সরকারের সঙ্গে ছিলেন। বিজেপির সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় তিনি এখন নতুন বন্ধুর খোঁজে। আর জোট রাজনীতিতে তিনি এবার তৃণমূলে বেছে নিতে চাইছেন।

প্রশান্ত কিশোরের টিম আই প্যাকের সঙ্গে কথা চালাচ্ছিলেন বিজয় সরদেশাই। কিন্তু আপাতত তিন কথা স্থগিত রেখেছেন। তার আগে বুঝে নিতে চাইছেন গোয়ার মানুষ কী বলতে চাইছেন। তারপরই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। গোয়া তৃণমূলে এখন প্রধান ভূমিকায় রয়েছেন ফালেইরো, তাঁর সঙ্গেই দ্বন্দ্বেই কংগ্রেসের সঙ্গে সমঝোতা ভেস্তে গিয়েচিল গতবার। এবার কী হবে, তা নিয়েও সংশয় থাকছে। বিজয় সরদেশাই বলেন, গোয়া, গোয়ার মানুষ এবং গোয়ার সংস্কৃতিতে অগ্রাধিকার দিয়েই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

English summary
Ex vice CM of BJP’s government of Goa wants to build alliance with TMC in 2022 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X