For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ত্রীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত বিখ্যাত টিভি সঞ্চালক বেকসুর খালাস

প্রাক্তন টিভি সঞ্চালক ও প্রোডিউসার সুহেল ইলিয়াসি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বেকসুর খালাস । তার বিরুদ্ধে ১৮ বছর আগের একটি খুনের মামলার অভিযোগ ছিল। অভিযোগ ছিল ইলিয়াসি তাঁর স্ত্রী অঞ্জুকে খুন করেন।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন টিভি সঞ্চালক ও প্রোডিউসার সুহেল ইলিয়াসি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বেকসুর খালাস । তার বিরুদ্ধে ১৮ বছর আগের একটি খুনের মামলার অভিযোগ ছিল। অভিযোগ ছিল ইলিয়াসি তাঁর স্ত্রী অঞ্জুকে খুন করেন।

স্ত্রীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত বিখ্যাত টিভি সঞ্চালক বেকসুর খালাস

গত বছরের ১৬ ডিসেম্বর স্ত্রী অঞ্জুকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় বিখ্যাত টিভি সঞ্চালক ও প্রোডিউসার ইলিয়াসিকে। নিম্ন আদালতের তরফে এই সাজা ঘোষণা করা হয়েছিল । আর সেই সাজাকে চ্যালেঞ্জ করে আবেদন করে ইলিয়াসি। পাশাপাশি তাঁকে কেন দোষী সাব্যস্ত করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিখ্যাত টিভি সঞ্চালক। এরপরই খুনের মামলায় তাঁর যাবতীয় সাজা আজ খারিজ করে দেয় দিল্লি আদালত।

[আরও পড়ুন: বাজার খুলতেই ২০০ পয়েন্ট নামল সেনসেক্স, নিফটি কমে ১০,৫০০ এর নিচে][আরও পড়ুন: বাজার খুলতেই ২০০ পয়েন্ট নামল সেনসেক্স, নিফটি কমে ১০,৫০০ এর নিচে]

এদিন আদালতের রায়ের পর, ইলিয়াসি জানান, তিনি গোটা ঘটনায় নির্দোষ। পাশাপাশি আদালত তাঁর সঙ্গে যা করেছে, তা একেবারেই অন্যায় বলে দাবি করেছেন ইলিয়াসি। উল্লেখ্য, এর আগে, অঞ্জু হত্যা মামলা, আদালত জানিয়েছিল, ইলিয়াসি তাঁর স্ত্রীকে খুন করে ঘটনাকে আত্মহত্যার রঙ দেওয়ার চেষ্টা করেছেন। তবে এদিন গোটা ঘটনায় বেকসুর খালাস করে দেওয়া হয় অঞ্জুর স্বামী সুহেবকে।

[আরও পড়ুন: ফের ভারী বৃষ্টির আশঙ্কা! নতুন পূর্বাভাসে আতঙ্কে কেরল সহ দক্ষিণের চার রাজ্য][আরও পড়ুন: ফের ভারী বৃষ্টির আশঙ্কা! নতুন পূর্বাভাসে আতঙ্কে কেরল সহ দক্ষিণের চার রাজ্য]

[আরও পড়ুন: প্রতিরক্ষা চুক্তি থেকে নানা ইস্যু, পুতিনের ভারত সফরের দিকে নজর সকলের][আরও পড়ুন: প্রতিরক্ষা চুক্তি থেকে নানা ইস্যু, পুতিনের ভারত সফরের দিকে নজর সকলের]

English summary
Former TV anchor and producer Suhaib Ilyasi, who was sentenced to life in jail for the murder of his wife 18 years ago, has been acquitted, says the Press Trust of India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X