For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টার ইন্ডিয়ার প্রাক্তন প্রধানের স্ত্রী ইন্দ্রাণী মুখার্জীকে খুনের অভিযোগে গ্রেফতার করল পুলিশ

Google Oneindia Bengali News

মুম্বই, ২৬ আগস্ট : স্টার ইন্ডিয়ার প্রাক্তন সিইও পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে খুনের দায়ে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ৩ বছর আগে বোনের খুনের ঘটনায় অভিযুক্ত ইন্দ্রাণী। [অভিনেতা রনি চক্রবর্তীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, অভিযোগ স্ত্রীর]

২০১২ সালে খুন হন শিনা বোরা। পুলিশ সূত্রের খবর, খুনের পর তার মৃতদেহ মুম্বই থেকে ৮৪ কিলোমিটার দূরে রায়গড়ের একটি জঙ্গলে কবর দেওয়া হয়। অভিযোগ ইন্দ্রাণী মুখোপাধ্যায় এই মৃতদেহ সরানোর কাজে মদত দেন। ৩১ আগস্ট পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। [খুন করে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক, গ্রেফতার কিশোর]

স্টার ইন্ডিয়ার প্রাক্তন প্রধানের স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে খুনের অভিযোগে গ্রেফতার করল পুলিশ

ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের গাড়ির চালক শ্যাম রাই কয়েকদিন আগেই এই খুনের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ে। রাইকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনায় ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের ভূমিকা প্রসঙ্গে জানতে পারে পুলিশ। পুলিশের অনুমান, সম্পত্তি বিষয়ক কলহের জেরেই এই খুন। তবে এর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। [ছেলেকে পিটিয়ে মারল মা, কিন্তু কেন? সামনে এল হাড় হিম করা তথ্য]

রাইয়ের জবানবন্দী নেওয়ার পর ইন্দ্রাণীতকে ডেকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর খার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ এবং ৩৪ নম্বর ধারায় ইন্দ্রাণীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। [অক্ষয় কুমারের ছবিতে অনুপ্রাণিত হয়ে খুন করে গ্রেফতার কিশোর]

পিটার মুখোপাধ্যায় জানিয়ে তিনি এই গোটা বিষয়টিতে হতবম্ব। তবে, তিনি এও জানিয়েছেন, তদন্তের পরিবারের তরফে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। ['১৭ বছরে প্রথম ধর্ষণ, ধরা পরিনি তাই আত্মবিশ্বাস বেড়েছিল', হাড় হিম করা স্বীকারোক্তি সিরিয়াল ধর্ষকের!]

২০১২ সালে রায়গড় পুলিশ একটি মৃতদেহের কিছু অংশ উদ্ধার করে। এর পরই খুনের মামলা রুজু হয়। রায়গড়ে শ্য়াম রাইয়ের দেখানো জায়গা থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে পুলিশ। হাড়ের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। [একটি মেয়ের দিকে তাকানোর জন্য ১৩ বছরের ছাত্রকে খুন করল সহপাঠীরাই]

ইন্দ্রাণী ও পিটার মুখোপাধ্যায় ২০০২ সালে বিয়ে করেন। তখন ইন্দ্রাণী একজন এইচআর উপদেষ্টা ছিলেন এবং পিটার স্টার ইন্ডিয়ার সিইও। ২০০৭ সালে তারা ৯এক্স মিডিয়া শুরু করেন। ইন্দ্রাণী হন সিইও এবং পিটার হন চেয়ারম্যান। ৯ এক্স মিডিয়া ২টি সংস্থার ফল. আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেড, এবং আইএনএক্স নিউজ প্রাইভেট লিমিটেড। ২০০৯ সালে দুজনেই আইএনঅক্স মিডিয়া থেকে বেরিয়ে আসেন। [অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক, তাই নোড়া দিয়ে মাথা থেঁতলে স্বামীকে খুন করল স্ত্রী!]

English summary
TV honcho Peter Mukerjea's wife Indrani held in murder case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X