For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরএসএস নেতার দাবি নাগপুর আসবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

আরএসএস নেতা রাকেশ সিনহার দাবি, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং নাগপুরের ৭ জুন আরএসএস কর্মীদের প্রতি ভাষণ দেবেন।

Google Oneindia Bengali News

রবিবারই জানা গিয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে আগামী ৭ জুন নাগপুরের সদর দপ্তরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সদস্যদের সামনে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আদ্যন্ত 'কংগ্রেসম্যান' ও আরএসএস-এর কড়া সমালোচক সেই আমন্ত্রণ গ্রহন করবেন কিনা তা নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক মহলে। এদিন এক শীর্ষস্থানীয় আরএসএস কর্মকর্তা দাবি করেছেন, প্রণব মুখার্জী সেই আমন্ত্রণ রক্ষা করবেন বলে জানিয়েছেন। যদিও প্রাক্তন রাষ্ট্রপতির অফিস থেতে এখনও এব্যাপারে কিছু জানানো হয়নি।

আরএসএস নেতার দাবি প্রণব মুখার্জী আসবেন

আরএসএস নেতা রাকেশ সিনহা এদিন জানান, 'আমরা নাগপুরে আমাদের সদর দফতরে আরএসএস কর্মীদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য প্রাক্তন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।'

তাঁর দাবি, প্রণব মুখার্জী নাগপুরের আরএসএস এর অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতি দিয়ে দেশকে একটা বার্তা দিতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা হওয়া উচিত। প্রতিপক্ষ মানেই শত্রু নয়। সিনহা আরও বলেন, 'আরএসএস-হিন্দুত্বের উপর যে প্রশ্ন তোলা হচ্ছিল, প্রণববাবুর আমন্ত্রণ গ্রহনের মাধ্যমে তার উত্তর দেওয়া হল।'

প্রণব মুখোপাধ্যায়, গত বছর জুলাই মাসে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যাহতি পান। সেই দায়িত্বে বসার আগে দীর্ঘ কয়েক দশক তিনি আদ্যন্ত কংগ্রেসী রাজনীতি করে এসেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অত্যন্ত ভরসার মানুষ ছিলেন প্রণববাবু। রাজিব গান্ধীর সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহনের আগে তাঁর শেষ মেয়াদেও তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধিন ইউপিএ সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে বহুবার তাঁকে আরএসএস-এর অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলতে শোনা গিয়েছে। শেষ পর্যন্ত আগামী ৭ জুলাই তিনি আরএসএস-এর সদর দফতরে গেলে, তিনি কি বলেন তা নিয়ে আগ্রহ থাকবে সবার।

English summary
RSS leader Rakesh Sinha claims, Ex President Pranab Mukherjee accepted their invitation and will attend to adrees RSS workers on 7th june in Nagpur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X