For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখ-দাঙ্গার প্রতিবাদ, রাজীবের মূর্তি ভাঙল আকালি দল! টুইটে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

ফের টার্গেট মুর্তি। ত্রিপুরায় ক্ষমতায় এসেই লেনিনের মুর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল পরিবর্তনের বিজেপি সরকার। আর এবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভেঙে দেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

ফের টার্গেট মুর্তি। ত্রিপুরায় ক্ষমতায় এসেই লেনিনের মুর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল পরিবর্তনের বিজেপি সরকার। আর এবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভেঙে দেওয়া হল। এবার অভিযুক্ত বিজেপির জোটসঙ্গী শিরোমণি আকালি দল। মঙ্গলবার রাজীব গান্ধীর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে পঞ্জাবের লুধিয়ানায়।

রাজীবের মূর্তি ভাঙল আকালি দল! টুইটে সরব মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং অভিযোগ করেন, এই মূর্তি ভাঙার পিছনে রয়েছেন শিরোমণি আকালি দলের কর্মী-সমর্থকরা। লুধিয়ানার সালেম তাবরি এলাকায় রাজীব গান্ধীর মূর্তি প্রথমে কালিমালিপ্ত করে দেওয়া হয়। তারপর মূর্তির বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হয়। অমরিন্দর সিং টুইট করে এর প্রতিবাদ করেন।

তিনি লেখেন, এই ঘটনার তীব্র নিন্দা করছি। মূর্তি ভাঙার পিছনে রয়েছে শিরোমণি আকালি দল। অবিলম্বে দোষীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। অমরিন্দর দাবি করেন, অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। তিনি সুখবীর সিং বাদলকে ট্যাগও করেন এই টুইটে।

শিখ আবেগকে তুলে ধরে পাল্টা তোপ দাগেন সুখবীর সিং বাদল। তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি সত্যিকারের শিখ হন, তাহলে গান্ধী পরিবারের সমালোচনা করতেন। সওয়াল করতেন '৮৪-র শিখ নিধনের ঘটনায় অভিযুক্ত সজ্জনকুমার ও কমলনাথকে দল থেকে বিতাড়িত করতে।

English summary
Ex PM Rajiv Gandhi’s statue is vandalized by Akali Dal at Ludhiana. Congress CM protests this in twitter and gives order to arrest to accused person.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X