For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরালকে স্মরণ! ভুল স্বীকার কংগ্রেস নেতা মনমোহনের

প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরালকে স্মরণ করল কংগ্রেস। পাশাপাশি তাদের একাধিক ভুলের কথাও স্বীকার করেছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরালকে স্মরণ করল কংগ্রেস। পাশাপাশি তাদের একাধিক ভুলের কথাও স্বীকার করেছে কংগ্রেস। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এক আলোচনা সভায় বলেছেন, তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নরসীমা রাও যদি ইন্দ্রকুমার গুজরালের পরামর্শ মেনে চলতেন, তাহলে ১৯৮৪-র শিখ দাখা রোখা যেত।

রোখা যেত ১৯৮৪-র গণহত্যা

মনমোহন সিং বলেছেন, ১৯৮৪-র দাঙ্গা শুরুর পরেই ইন্দ্রকুমার গুজরাল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নরসীমা রাওয়ের কাছে গিয়ে, তাঁকে বলেছিলেন পরিস্থিতি ভয়াবহ। এক্ষেত্রে সরকারকে সেনাবাহিনী ডাকার পরামর্শ দিয়েছিলেন তিনি। মনমোহন সিং বলেছেন, যদি সেই পরামর্শ গ্রহণ করা হত, তাহলে ১৯৮৪-র গণহত্যা রোধ করা যেত।

গুজরালের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার ফেলা ভুল ছিল

গুজরালের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার ফেলা ভুল ছিল

কংগ্রেস পরিবারের অপর বর্ষীয়ান সদস্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ওই একইসভায় বলেন, ১৯৯৮ সালে গুজরালের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার ফেলার কংগ্রেসের সিদ্ধান্ত ভুব ছিল। কেননা সেই সরকারের পতনের মধ্যে দিয়েই বিজেপির উত্থানের সূচনা হয়েছিল।

গুজরালের কার্যকাল

গুজরালের কার্যকাল

দেশের ১২ তম প্রধানমন্ত্রী ছিলেন আইকে গুজরাল। ১৯৯৭ সালের এপ্রিল থেকে ১৯৯৮ সালের মার্চের মধ্যে তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী মন্ত্রিসভার সদস্যও ছিলেন তিনি। এছাড়াও তৎকালীন রাশিয়ায় রাষ্ট্রদূত ছিলেন তিনি। ২০১২ সালের ৩০ নভেম্বর ৯২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

ইন্দ্রকুমার গুজরালের জন্মবার্ষিকীতে অনুষ্ঠান

ইন্দ্রকুমার গুজরালের জন্মবার্ষিকীতে অনুষ্ঠান

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ অনেকেই ইন্দ্রকুমার গুজরালের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। দিল্লিসহ সারা দেশেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

English summary
Ex-PM Manmohan Singh says if then HM PV Narasimha Rao took steps then 1984 Sikh riot can be averted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X