For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল-মনমোহন সম্পর্ক, স্বচ্ছ্ব রাজনীতির দোহাই দিল কংগ্রেস

রাহুল-মনমোহন সম্পর্ক, স্বচ্ছ্ব রাজনীতির দোহাই দিল কংগ্রেস

  • |
Google Oneindia Bengali News

২০১৩ সালে রাহুল গান্ধীর অর্ডিন্যান্সের কপি ছিঁড়ে ফেলার অবস্থানকে সমর্থন করল কংগ্রেস। একইসঙ্গে তাদের দাবি, রাহুল গান্ধী কখনই তৎকালীন প্রধানমন্ত্রীকে অশ্রদ্ধা করেননি। এর আগে যোজনা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া বলেছিলেন বিষয়টি নিয়ে মনমোহন সিং তাঁকে প্রশ্ন করেছিলেন, তিনি(মনমোহন) ইস্তফা দেবেন কিনা।

সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের অর্ডিন্যান্সের কপি ছিঁড়ে ফেলার রাহুল গান্ধীর সিদ্ধান্ত নিয়েছিলেন। যেখানে ক্রিমিনাস কেস থাকা আটক ব্যক্তিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়েছিল।

 জল্পনা উস্কে দিয়েছিলেন মন্টেক

জল্পনা উস্কে দিয়েছিলেন মন্টেক

এর আগে মনমোহন সিং-এর সঙ্গে রাহুল গান্ধীর সম্পর্ক নিয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন যোজনা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া। তিনি বলেছিলেন অর্ডিন্যান্সের কপি ছেঁড়ার ঘটনায় মনমোহন সিং ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিতে তাঁকে জিজ্ঞাসা করেছিলেন। কেননা তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনিই আমেরিকার সফরে ছিলেন।

 রাহুলের গুরু মনমোহন

রাহুলের গুরু মনমোহন

রণদীপ সুরজেওয়ালা সাফাই দিয়ে বলেছেন রাহুল গান্ধী সবসময়ই মনমোহন সিংকে তাঁর গুরু বলেই মানে। শুধু রাহুল গান্ধীই নন, কংগ্রেসও মনমোহন সিংকে কোনও রকমের অশ্রদ্ধা করে না।

ইস্যু হল স্বচ্ছ্ব রাজনীতির

ইস্যু হল স্বচ্ছ্ব রাজনীতির

তিনি আরও বলেন, প্রশ্নটা কাগজ ছেঁড়া নিয়ে নয়, ইস্যু হল স্বচ্ছ্ব রাজনীতির। সেখানে ক্রিমিনালরা রাজনীতিতে থাকবে কিনা, সেটাই হল প্রশ্নের।

২০১৩-তে রাহুলের অবস্থান

২০১৩-তে রাহুলের অবস্থান

সেই সময় আমেরিকা সফরে ছিলেন মনমোহন সিং। এমনই এক দিনে রাহুল অর্ডিন্যান্সের কপি ছিঁড়ে ফেলেন। বলেছিলেন কমপ্লিট ননসেন্স। রাহুল প্রকাশ্যে বলেছিলেন কপি ছিঁড়ে ফেলে দেওয়া উচিত।

English summary
Ex party president Rahul Gandhi can not think of disrespecting Manmohan Singh, says Congress. In 2013 whin Singh was PM he teared copy of an ordinance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X