For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে ফের ভাঙন, ভোটের আগে পদ্মকে ডুবিয়ে ‘ঘরে ফিরলেন’ নেতা

ন-মাসেই মোহভঙ্গ হল, ঘরে ফিরলেন নেতা। নতুন দলে আদর্শগতভাবে মানাতে পারছিলেন বলেই বিজেপি ছেড়ে পুরনো দলে ফিরে এলেন প্রাক্তন বিধায়ক অরবিন্দ সিং লাভলি।

  • |
Google Oneindia Bengali News

ন-মাসেই মোহভঙ্গ হল, ঘরে ফিরলেন নেতা। নতুন দলে আদর্শগতভাবে মানাতে পারছিলেন বলেই বিজেপি ছেড়ে পুরনো দলে ফিরে এলেন প্রাক্তন বিধায়ক অরবিন্দ সিং লাভলি। শনিবার যোগ দিলেন পুরনো দল কংগ্রেসে। দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় মাকেন তাঁর হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন। লাভলির প্রত্যাগমনে উপনির্বাচনের আগে চাঙ্গা দিল্লির কংগ্রেস।

ভোটের আগে বিজেপি ছেড়ে ‘ঘরে ফিরলেন’ নেতা

এদিন অজয় মাকেন লাভলিকে বরণ করে নেন কংগ্রেসে। তারপরই অরবিন্দ সিং লাভলি বলেন, আদর্শগতভাবে বিজেপিতে মানিয়ে নিতে পারিনি। আমি ওই দলে আদৌ মানান সই ছিলাম না। হতাশা থেকে বেরিয়ে গিয়েছিলাম ঠিকই, মন থেকে কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিইনি। আজ কংগ্রেস ফিরতে পেরে ভালো লাগছে। যেন মনে হচ্ছে এতদিন ঘর ছেড়ে ছিলাম। নিজের ঘরে ফিরে এলাম।

লাভলির এই প্রত্যাগমনে শুধু তিনি নিজেই খুশি নন, খুশি দিল্লির কংগ্রেসও। খুশি দিল্লির কংগ্রেসকর্মীরা। তাঁরা কংগ্রেসের এই প্রাক্তন বিধায়ককে পেয়ে উপনির্বাচনের আগে অক্সিজেন ফিরে পেলেন। লাভলির এই যোগদান তাঁদের নতুন উদ্যম দেবে ভোটের আগে। উল্লেখ্য, দিল্লিতে ২০ আসনে উপনির্বাচনের দামাম বেজেছে। তাঁর আগে বিজেপিতে ভাঙনে উচ্ছ্বসিত কংগ্রেস।

২০১৭ সালে দিল্লি পুরসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অরবিন্দ সিং লাভলি। ন-মাসেই তাঁর মোহভঙ্গ হয় বিজেপি সম্পর্কে। তাই তিনি পদ্মশিবির ছেড়ে ফের কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নেন। ১৯৯৮ সালে কংগ্রেসের টিকিটে প্রথমবার বিধায়ক হয়েছিলেন। তাঁর সঙ্গে কংগ্রেসের নাড়ির যোগ। সেই যোগ তিনি কোনওদিনই ছিন্ন করতে পারেননি। তাই তো আবার ফিরে এলেন ঘরেই।

English summary
Ex MLA Arvinder singh Lovely joins in Congress leaving BJP. BJP is broken before by election in Delhi Assembly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X