For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙন অব্যাহত কংগ্রেস, প্রাক্তন মন্ত্রীর পদত্যাগ এবার! দল ছাড়ার হিড়িক মহারাষ্ট্রে

একই দিনে জোড়া ধাক্কা কংগ্রেসে। মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে বলিউড তারকা ঊর্মিলা মাতন্ডকর কংগ্রেস ছেড়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

একই দিনে জোড়া ধাক্কা কংগ্রেসে। মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে বলিউড তারকা ঊর্মিলা মাতন্ডকর কংগ্রেস ছেড়েছিলেন। তার অদ্যাবধি পরেই প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী কৃপাশঙ্কর সিং পদত্যাগ করলেন কংগ্রেস থেকে। তিনি মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়গের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

প্রবীণ কংগ্রেস নেতার দলত্যাগ

প্রবীণ কংগ্রেস নেতার দলত্যাগ

বিধানসভা ভোটের আগে এই প্রবীণ কংগ্রেস নেতার দলত্যাগ নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। সম্প্রতি তিনি বিজেপি নেতার সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ঘনিষ্ঠ নেতা প্রসাদ লালের সঙ্গে সাক্ষাতের পর থেকেই তাঁর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে চর্চা চলছিল।

ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসে

ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসে

অবশেষে সেই জল্পনার অবসান হল কৃপাশঙ্করের কংগ্রেস ত্যাগের ঘোষণায়। তাঁর পদত্যাগে মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে জোর ধাক্কা খেল কংগ্রেস। একেই লোকসভায় হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি কংগ্রেস। তারপর কংগ্রেসের প্রবীণ নেতার দল ছেড়ে যাওয়া বিরাট ধাক্কা সোনিয়া গান্ধীর কাছেও।

২০১৪-র থেকেও রাজ্যে খারাপ ফল

২০১৪-র থেকেও রাজ্যে খারাপ ফল

কংগ্রেস লোকসভা নির্বাচনে বিশাল ধাক্কা খেয়েছে। মাত্র ৫২টি আসন লাভ করেছে তারা। রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং দিল্লিতে কোনও আসনেই জিততে পারেনি কংগ্রেস। মহারাষ্ট্রে কংগ্রেস মাত্র একটি আসন পেয়েছে। ২০১৪ সালের থেকেও এ রাজ্যে খারাপ ফল করেছে কংগ্রেস।

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ধাক্কা কংগ্রেসে

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ধাক্কা কংগ্রেসে

এই অবস্থায় আসন্ন বিধানসভা নির্বাচনে যখন ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছে কংগ্রেস। ফের দায়িত্ব বর্তেছে সোনিয়া গান্ধীর উপর, তখন একদিনে জোড়া ধাক্কায় কংগ্রেস বেশ খানিকটা ব্যাকফুটে পড়ে গেল। এর আগে কংগ্রেস নেতা রাধাকৃষ্ণ ভিখে পাতিল মহারাষ্ট্রের বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করেছিলেন।

[আরও পড়ুন:উত্থান-পতন অর্থনীতির অঙ্গ, জিডিপির অধঃপতনে সাফাই অর্থমন্ত্রী নির্মলার][আরও পড়ুন:উত্থান-পতন অর্থনীতির অঙ্গ, জিডিপির অধঃপতনে সাফাই অর্থমন্ত্রী নির্মলার]

[আরও পড়ুন: গাঁজাখোর করাচি, আন্তর্জাতিক তালিকায় ভারতকে হারাল পাকিস্তান][আরও পড়ুন: গাঁজাখোর করাচি, আন্তর্জাতিক তালিকায় ভারতকে হারাল পাকিস্তান]

English summary
Ex minister Kripashankar Singh leaves congress before Assembly Election in Maharashtra. He submits resignation to Maharashtra Congress In-Charge Mallikarjun Kharge In Delhi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X