শীঘ্রই মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস! বিজেপিকে হুঁশিয়ারি কমলনাথের
মাত্র কয়েকদিন আগেই কমলনাথকে গদিচ্যুত করে মধ্যপ্রদেশে ক্ষমতা দখল করে বিজেপি। তবে এতে দমে যাওয়ার পাত্র নন কমলনাথ। এদিন বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে এদিন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য কংগ্রেসের সভাপতি কমলনাথ দাবি করেন যে সেই রাজ্যে যেই ২৪টি আসনে উপনির্বাচন হওয়ার কথা তাতে সবকটিতেই জিতবে কংগ্রেস। এবং শীঘ্রই ফের রাজ্যে ক্ষমতায় ফিরবে কংগ্রেস।

সিন্ধিয়ার বিজেপিতে যোগ দানে বিপর্যয় কংগ্রেসে
কংগ্রেসর বড় বিপর্যয় ঘটেছিল সিন্ধিয়ার বিজেপিতে যোগ দানের সিদ্ধান্ত। অপ্রত্যাশিত ভাবেই তাঁর এই দলবদল চমকে দিয়েছিল রাজনৈতিক মহলকে। যার জেরে তাসের ঘরের মত ভেঙে পড়ে মধ্য প্রদেশের কংগ্রেস সরকার। কারণ সিন্ধিয়ার সঙ্গে কগ্রেস ছাড়েন ২২ বিধায়ক। যার জেরে সংখ্যাগরিষ্ঠতা হারায় কমলনাথের নেতৃত্বাধীন সরকার।

দিগ্বিজয়ের উপর ভরসা করে ভুল করেন কমলনাথ
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন তা নাকি আগেই আঁচ করতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী কমলনাথ। কেবল বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিংয়ের কথায় ভরসা করেই আস্থাভোটে যাওয়ার কথা বলেছিলেন। কয়েকদিন আগেই এই কথাই জানান কংগ্রেস নেতা কমলনাথ।

কংগ্রেসের বিরুদ্ধে জ্যোতিরাদিত্যর চক্রান্ত
কমলনাথ জানিয়েছেন বিজেপির সঙ্গে মিলে জ্যোতিরাদিত্য যে সরকার ফেলার চক্রান্ত করছে সেটা জেনেও দিগ্বিজয়ের ভরসার উপর আস্থা রেখেছিলেন। তাতেই ভুল হয়েছে। সরকার পড়ে যাবে যাবে একথা মানতে চাননি দিগ্বিজয়। তিনি ভরসা দিয়েছিলেন এখনও কিছু কংগ্রেস বিধায়ক তাঁদের পাশে আছে। যাঁদের জোরেই সংখ্যাধিক্য ঘটবে। তাই শেষ চেষ্টা করতে কর্নাটকে পর্যন্ত ছুটে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রচেষ্টা বিফলে গিয়েছে।

বিজেপিকে কমলনাথের হুঁশিয়ারি
লকডাউনে বিপুল ক্ষতি স্বীকার করতে হয়েছে মধ্য প্রদেশের চাষীদের। জমিতেই নষ্ট করতে হচ্ছে ফসল। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক জায়গায় যাচ্ছে। যার ফল ভোগ করতে হবে মোদী সরকারকে। আর এর ফলে মধ্যপ্রদেশ বিধানভায় ফাঁকা ২৪টি আসনের ২৪টিতেই কংগ্রেস জিতবে বলে এদিন দাবি করেন প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।
