For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল দিলেন মাস্টারস্ট্রোক, জঙ্গলমহলে বিজেপির টিকিটে কি তবে প্রার্থী ভারতী ঘোষ

আভাসটা আগে থেকেই ছিল। ভারতী ঘোষ নিজেই বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন পদ্মশিবিরে যোগ দেওয়ার কথা। সেটা ছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর।

Google Oneindia Bengali News

আভাসটা আগে থেকেই ছিল। ভারতী ঘোষ নিজেই বিজেপি নেতৃত্বকে চিঠি দিয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন পদ্মশিবিরে যোগ দেওয়ার কথা। সেটা ছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর। তারপর কেটে গিয়েছে ১৩ মাস। এতদিনে গেরুয়া পতাকাহাতে তুলে নিলেন তিনি। সেইসঙ্গে জানিয়ে দিলেন তাঁর পরবর্তী লক্ষ্য।

বিজেপির টিকিটে প্রার্থী?

বিজেপির টিকিটে প্রার্থী?

স্বভাবতই ভারতী দেবীর যোগদানে একটা প্রশ্ন উঠেছিল, তিনি কি আসন্ন লোকসভায় জঙ্গলমহলে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন? মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর ভারতী ঘোষ সেই প্রশ্নে ধন্দ রেখেই দিলেন। তিনি বলেন, আমি এই জন্য বিজেপিতে যোগ দিইনি।

ভারতীদেবীর জবাব

ভারতীদেবীর জবাব

ভারতীদেবীর কথায়, কে কোথায় প্রার্থী হবে, সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে দল। আমি বিজেপিতে এসেছি, মানুষের হয়ে কাজ করতে। দল আমাকে যে সুযোগ দেবে, সেইমতোই কাজ করব। এতদিন মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি, এখনও তাই করব।

[আরও পডুন: বিজেপিতে ভিড়েই ‘মা'-এর বিশ্বসেরা পুলিশ অফিসারকে নিশানা ভারতী ঘোষের][আরও পডুন: বিজেপিতে ভিড়েই ‘মা'-এর বিশ্বসেরা পুলিশ অফিসারকে নিশানা ভারতী ঘোষের]

অজ্ঞাতবাস থেকে পদ্মশিবিরে

অজ্ঞাতবাস থেকে পদ্মশিবিরে

উল্লেখ্য, ২০১৮ আগস্টে এক অডিও বার্তায় ভারতীদেবী রাজনৈতিক অবস্থান করেছিলেন। তিনি জানিয়েছিলেন, শীঘ্রই রাজনীতিতে যোগ দিতে চলেছেন তিনি। বিজেপির সঙ্গে যে সখ্যতা বাড়ছিল। এরপর অজ্ঞাতবাস থেকেই তিনি বিজেপির হেড কোয়ার্টারে গিয়ে যোগ দিলেন পদ্মশিবিরে।

[আরও পড়ুন: ঘর সামলাতে না পারলে দেশ সামলাবেন কী করে! আঁচ করেই নিন নীতীনের নিশানায় কে][আরও পড়ুন: ঘর সামলাতে না পারলে দেশ সামলাবেন কী করে! আঁচ করেই নিন নীতীনের নিশানায় কে]

মুকুলের হাত ধরে বিজেপিতে

মুকুলের হাত ধরে বিজেপিতে

মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়ও উপস্থিতিতে ভারতী ঘোষ হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা। সবং উপনির্বাচনের পর থেকেই তৃণমূলের সঙ্গে সম্পর্কে তিক্ততা শুরু হয় ভারতীদেবীর। তাঁর বিরুদ্ধে বিজেপিকে সাহায্যের অভিযোগ ওঠে। বদলি করে দেওয়া হয় ভারতী ঘোষকে। তিনি ইস্তফা দেন আইপিএস হিসেবে।

English summary
Ex IPS Officer Bharati Ghosh gives reply whether she will be candidate of BJP. Today Bharati Ghosh joins in BJP in Delhi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X