For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুব বিপজ্জনক! নাগরিকত্ব বিল নিয়ে কড়া বিরোধিতা বাইচুং ভুটিয়ার

নাগরিকত্ব সংশোধনী বিলের কড়া বিরোধিতা করলেন ফুলবলে ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভূটিয়া।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিলের কড়া বিরোধিতা করলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভূটিয়া। দীর্ঘ মেয়াদের ভিত্তিতে বিলটিকে খুব বিপজ্জনক বলেও বর্ণনা করেছেন তিনি। বিলটি সিকিমের মানুষের স্বার্থে নয় বলেও জানিয়েছেন তিনি। সিকিমে হামরো সিকিম পার্টির প্রতিষ্ঠাতা ভারতের এই প্রাক্তন ফুটবল অধিনায়ক। ইন্ডিয়া টুডেতে তাঁরা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

বাইচুংয়ের বিরোধিতা

বাইচুংয়ের বিরোধিতা

বাইচুর ভূটিয়া বলেছেন, তাদের রাজ্য বাংলাদেশের খুব কাছেই। বাংলা এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে এছাড়াও অনেক ইস্যু রয়েছে। ফলে দীর্ঘ মেয়াদে সিকিমকে এর ফলে ফল ভুগতে হতে পারে। তিনি বলেছেন, সিকিমের জোট সরকার উত্তরপূর্বের রাজ্যগুলির পথ অনুসরণ করে এই বিলের বিরোধিতা করবে বলে তিনি আশা করেন। সিকিম সরকারকে চাপ দেওয়ার জন্যই তৈরি হামরো সিকিম পার্টি। যদি প্রয়োজন হয়, তাহলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর অফিসে চিঠি লিখতে পারেন বলে জানিয়েছেন।

সিকিমে আলাদা আইন

সিকিমে আলাদা আইন

এনআরসি নিয়ে বাইচুং জানিয়েছেন, সংবিধানের ৩৭১(এফ) অনুযায়ী সিকিমের সংবিধান রয়েছে। এছাড়াও রয়েছে সিকিম সাবজেক্ট অ্যাক্ট।

বিলে কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন

বিলে কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন

বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেট বুধবার নাগরিকত্ব সংশোধনী বিলের অনুমোদন দেয়। এর ফলে ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা মুসলিম ব্যতীত অন্য ধর্মের মানুষ ভারতে নাগরিকত্ব পাবেন।

সমালোচনায় তৃণমূল

সমালোচনায় তৃণমূল

তবে সমালোচকরা বলছেন, বিলটিকে ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া উচিত নয়। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সস্তা এবং সংকীর্ণ মনা বলে বিজেপির প্রতি অভিযোগ করেছে তৃণমূল।

English summary
Ex Indian captain Bhaichung Bhutia opposes Citizenship Amendment Bill and calls it very dangerous
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X