For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিমকোর্টে ধাক্কা খেয়ে অনিল দেশমুখের বিরুদ্ধে মামলা প্রত্যাহার পরমবীর সিংয়ের

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিং। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিমকোর্টের তরফে জানানো হয়, এই মামলা নিয়ে যেন পরমবীর সিং বম্বে হাইকোর্টে যান। আর এরপরই অনিল দেশমুখের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন পরমবীর সিং। এদিন পরমবীরের আবেদন শোনেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং আর সুভাষ রেড্ডি। তারপরই পরমবীরকে হাইকোর্টে যেতে বলেন বিতারপতিরা।

অনিল দেশমুখের বিরুদ্ধে পুলিশকে দিয়ে তোলাবাজি করানোর অভিযোগ

অনিল দেশমুখের বিরুদ্ধে পুলিশকে দিয়ে তোলাবাজি করানোর অভিযোগ

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে পুলিশকে দিয়ে তোলাবাজি করানোর অভিযোগ আগেই এনেছিলেন মুম্বইয়ের পুলিশ প্রধান৷ পরমবীরের অভিযোগ ছিল, তোলাবাজি করানো হত মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার অভিযোগে গ্রেফতার হওয়া পুলিশ অফিসার সচিন ওয়াজেকে দিয়ে৷

উদ্ধব ঠাকরেকে অনিল দেশমুখের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি

উদ্ধব ঠাকরেকে অনিল দেশমুখের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি

মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেকে লেখা একটি চিঠিতে পরমবীর অভিযোগ করেছেন ওয়াজেকে দিয়ে প্রতি মাসে শহরের বড় বড় শিল্পপতিদের থেকে প্রায় ১০০ কোটি টাকার তোলাবাজি করাতেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ৷ মুখ্য়মন্ত্রীকে লেখা ওই চিঠিতে পরমবীর জানিয়েছেন, প্রতিমাসে ১০০ কোটি টাকা করে তোলা তুলতে চেয়েছিলেন৷ গত কয়েকমাসে ওয়াজেকে ডেকে পুরো বিষয়টি বলেন এবং সাহায্য় চান৷ ১০০ কোটি তোলা তোলার জন্য় মুম্বইয়ের এক হাজার ৭৫০টি পানশালা, রেস্তরাঁ, অন্য় ব্য়বসায়িক প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছিল৷ কিন্তু অত বেশি পরিমাণ টাকা সেখান থেকে তোলা সম্ভব নয় বলেও জানতেন তিনি৷ তাই ওয়াজেকে দায়িত্ব দিয়েছিলেন অন্য় জায়গা থেকে বাকি টাকা তোলার৷

অপসারিত পরমবীর সিং

অপসারিত পরমবীর সিং

যদিও অনিল দেশমুখ এই অভিযোগ অস্বীকার করেন। প্রসঙ্গত, মার্চ মাসের শুরুতে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার হয়৷ এদিকে ঘটনায় তদন্তে ত্রুটির অভিযোগ তুলে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরমবীর সিংকে৷ তাঁকে হোমগার্ডের ডিজি পদে বসানো হয়। এরপরই অনিল দেশমুখের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার।

<strong>মেদিনীপুরের ৭ আসনেই কি ফুটবে পদ্মফুল? নাকি হাওয়া ঘুরিয়ে ঘাসফুল জন্মাবে লালমাটিতে</strong>মেদিনীপুরের ৭ আসনেই কি ফুটবে পদ্মফুল? নাকি হাওয়া ঘুরিয়ে ঘাসফুল জন্মাবে লালমাটিতে

বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচারের কিছু দৃশ্যবিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচারের কিছু দৃশ্য

English summary
Ex CP of Mumbai Police Parmbir Singh withdraws plea against Anil Deshmukh, SC asked him to go to HC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X