For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যান্টনমেন্ট থেকে বই চুরি করতে গিয়ে ধৃত প্রাক্তন কর্নেল, উঠেছে চরবৃত্তির তত্ত্ব

দিল্লি ক্যান্টমেন্ট থেকে বই চুরি করার অপরাধে প্রাক্তন সেনা আধিকারিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। মুকেশ আরোরা নামক সেই প্রাক্তন সেনা অফিসার চরবৃত্তির সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে

Google Oneindia Bengali News

দিল্লি ক্যান্টমেন্ট থেকে বই চুরি করার অপরাধে প্রাক্তন সেনা আধিকারিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। মুকেশ আরোরা নামক সেই প্রাক্তন সেনা অফিসার চরবৃত্তির সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যান্টনমেন্ট থেকে বই চুরি করতে গিয়ে ধৃত প্রাক্তন কর্নেল, উঠেছে চরবৃত্তির তত্ব

জানা গিয়েছে গতকাল দিল্লি ক্যান্টনমেন্টের ম্যাকেনশ সেন্টারের গ্রন্থাগার থেকে ৮টি বই চুরি করে পালাতে চেষ্টা করছিলেন প্রক্তন এই কর্নেল। সেই সময় সেনাকর্মীরা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সেনার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মুকেশ কানাডার বাসিন্দা। সেনার সন্দেহ বিদেশী কোনও সংস্থার হয়ে গুপ্তচরের কাজ করতেই সেখানে গিয়েছিল মুকেশ। ইতিমধ্যই মুকেশকে ইন্টেলিজেন্স বিউরো ও দিল্লি পুলিশের বিশেষ সেল জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তকারী অফিসারদের সে জানিয়েছে, আচৎণবিধি লঙ্ঘন করায় তাঁকে সেনা থেকে বরখাস্ত করা হয়েছিল।

দিল্লি ক্যান্টনমেন্টে নিযুক্ত স্টেশন হাউজ অফিসার সমীর শ্রীবাস্তব বলেন, "এই মুহূর্তে এই বিষয়ে বেশি বলা সম্ভব হবে না। ধৃতকে বিভিন্ন তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করছে। এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি।"

English summary
Ex colnel arrested for stealing books from delhi cantonment, spy angle being investigated
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X