For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সহনশীলতাকে যেন দুর্বলতা না ভাবা হয়, এআইএমআইএমকে হুঁশিয়ারি দেবেন্দ্র ফড়নবিশের

মুসলিমদের নিয়ে এআইএমআইএম নেতা ওয়ারিশ পাঠানের মন্তব্যের কড়া সমালোচনা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ।

  • |
Google Oneindia Bengali News

মুসলিমদের নিয়ে এআইএমআইএম নেতা ওয়ারিশ পাঠানের মন্তব্যের কড়া সমালোচনা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। প্রসঙ্গত এআইএমআইএম নেতা ওয়ারিশ পাঠানি বলেছিলেন, ১০০ কোটি হিন্দুকে দমিয়ে রাখতে ১৫ কোটি মুসলিমই যথেষ্ট। নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ওয়ারিশ পাঠানের কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। পাশাপাশি এই ঘটনায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছেন তিনি।

ওয়ারিশ পাঠানের মন্তব্য

ওয়ারিশ পাঠানের মন্তব্য

কর্নাটকের গুলবর্গায় বক্তব্য রাখতে গিয়ে ওয়ারিশ পাঠান বলেন, তাদের স্বাধীনতা অর্জন করতে হবে। যা চেয়ে পাওয়া যায় না তা ছিনিয়ে নিতে হবে। সিএএ বিরোধী আন্দোলনে মহিলাদের সামনে আসা প্রসঙ্গে তিনি বলেন, বাঘিনীরা সামনে এসেছে, তাতেই ঘাম ঝড়ছে। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে কি অবস্থা হবে। হতে পারি আমরা ১৫ কোটি, কিন্তু ১৫ কোটিই ১০০ কোটিকে দমিয়ে রাথে পারে। বলেছিলেন তিনি।

মন্তব্যের নিন্দায় ফড়নবিশ

মন্তব্যের নিন্দায় ফড়নবিশ

নাগপুরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, তারা ওয়ারিশ পাঠানের মন্তব্যের নিন্দা করছেন। তাঁর কাছ থেকে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন তিনি। আর যদি তিনি ক্ষমা না চান, তাহলে রাজ্য সরকারের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

' সহনশীলতাকে যেন দুর্বলতা না ভাবা হয়'

' সহনশীলতাকে যেন দুর্বলতা না ভাবা হয়'

ফড়নবিশ বলেছেন, হিন্দুদের সহনশীলতাকে যেন দুর্বল ভাবা না হয়। তিনি বলেছেন, ভারতে সংখ্যালঘুরা নিরাপদ এবং পুরো স্বাধীনতা উপভোগ করেন। কেননা দেশে ১০০ কোটি হিন্দু বসবাস করেন।

ওয়ারিশ পাঠানের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা

ওয়ারিশ পাঠানের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা

মন্তব্যের জন্য ওয়ারিশ পাঠানের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১১৭, ১৫৩, ১৫৩এ ধারা। যদিও অভিযুক্ত নেতা দাবি করেছেন, তাঁকে প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করা হয়েছে।

English summary
Ex Cm and BJP leader Devendra Fadnavis has condemned AIMIM's Waris Pathan's comments on Muslims.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X