For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের পথে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীও! অভিষেকের সঙ্গে সাক্ষাতে দলবদলের জল্পনা

তৃণমূলের পথে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীও! অভিষেকের সঙ্গে সাক্ষাতে দলবদলের জল্পনা

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর নির্বাচন জেতার পর তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে। বাংলা হোক বা বাংলার বাইরের রাজ্য- কংগ্রেস ও বিজেপি নেতারা দলে দলে ভিড়ছেন তৃণমূলে। সম্প্রতি কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন তৃণমূলে। আর অসমের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবও তৃণমূলে যোগ দিয়ে ত্রিপুরার দায়িত্ব নিয়েছেন। এবার এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

সাংমা তৃণমূলে যোগ দিলে উত্তর-পূর্বের রাজ্যে কংগ্রেসে ফাটল

সাংমা তৃণমূলে যোগ দিলে উত্তর-পূর্বের রাজ্যে কংগ্রেসে ফাটল

কংগ্রেসের প্রবীণ নেতা তথা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ২১ সেপ্টেম্বর কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁদের এই সাক্ষাতকে ঘিরে কংগ্রেসে ফের ভাঙন-জল্পনা মাথাচাড়া দিয়েছে। মুকুল সাংমা তৃণমূলে যোগ দিলে উত্তর-পূর্বের রাজ্যে কংগ্রেসের মধ্যে ফের ফাটল ধরবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূল-যোগ জল্পনার পারদ চড়েছে

প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূল-যোগ জল্পনার পারদ চড়েছে

অভিষেকের সঙ্গে সাক্ষাতের পর জল্পনা ডা. মুকুল সাংমাকে নিয়ে জল্পনা চলছে। তাঁর সঙ্গে যোগাযোগ না করা গেলেও দলের একজন অনুগত মঙ্গলবার রাতে কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের দাবি। সেইমতোই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূল-যোগ জল্পনা শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের আমন্ত্রণকে সম্মান জানান মুকুল

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের আমন্ত্রণকে সম্মান জানান মুকুল

সূত্রের খবর, মুকুল সাংমা কোনও কাজে কলকাতায় এসেছিলেন। এই যাত্রায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের আমন্ত্রণকে তিনি সম্মান জানিয়েছেন। এই বৈঠককে নিয়ে এর বেশি জল্পনা না বাড়ানোই উচিত। মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের এক নেতা সাংমার দলবদল প্রসঙ্গে এই বার্তা দেন। তবে কংগ্রেসে যে ফাটল ধরেছে, তা ধারাবাহিক ঘটনায় স্পষ্ট হচ্ছে।

কংগ্রেসের যোগদান মঞ্চ এগিয়ে যান সাংমা, জল্পনা শুরু

কংগ্রেসের যোগদান মঞ্চ এগিয়ে যান সাংমা, জল্পনা শুরু

কিছু দিন আগে ড. মুকুল সাংমা এবং গারো পাহাড়ের (মেঘালয়ের পশ্চিমার্ধ) কিছু বিধায়ক কংগ্রেসের কর্মসূচি এড়িয়ে যান। সেখানে পাঁচজন সিনিয়র নেতা কংগ্রেসে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট গারনেট লিংগদহ এবং বিধায়ক পিনশ্নাইংল্যাং সিয়েম। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর অনুগতরাও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা লোকসভা সদস্য ভিনসেন্ট এইচ পালার উদ্যোগে এই যোগদান অনুষ্ঠান এড়িয়ে যান।

ডা. সাংমাই মেঘালয় কংগ্রেসের বস, বলছেন প্রদেশ সভাপতি

ডা. সাংমাই মেঘালয় কংগ্রেসের বস, বলছেন প্রদেশ সভাপতি

দলীয় এক নেতার মতে, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা এআইসিসি ভিনসেন্ট এইচ পালাকে রাজ্য ইউনিটের প্রধান হিসেবে বেছে নেওয়ার সময় ডা. সাংমাকে গুরুত্ব দেননি। তবে প্রদেশ কংগ্রেসের বর্তমান প্রধান বলেন, দলে কোন ফাটল নেই। সাংমার দলবদলের জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ড. সাংমার অভিজ্ঞতা ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে আমাদের ক্ষমতায় ফিরে আসার জন্য সবথেকে বেশি প্রয়োজন। আমি মনে করি, ডা. সাংমাই মেঘালয় কংগ্রেসের বস। তাঁকে বন্ধু হিসেবে পাবো কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Ex Chief Minister Mukul Sangma increases speculation to join TMC leaving Congress from Meghalaya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X