For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ পাঁচ হেভিওয়েটের, এখন থেকেই পরিবর্তনের হাওয়া তুলতে এলেন যাঁরা

লোকসভা নির্বাচনের আগে শক্তি বাড়াল গেরুয়া শিবির। কেরল বিজেপিতে যোগ দিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান মাধবন নায়ার। শুধু তিনিই নন, হেভিওয়েট আরও চারজন যোগ দিলেন বিজেপিতে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে শক্তি বাড়াল গেরুয়া শিবির। কেরল বিজেপিতে যোগ দিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান মাধবন নায়ার। শুধু তিনিই নন, হেভিওয়েট আরও চারজন যোগ দিলেন বিজেপিতে। কেরলের বাম-রাজত্বে ফের গেরুয়া থাবা বসল এই যোগদানে। পাঁচ হেভিওয়েটের পদ্মফুল হাতে নেওয়ার দিনে কেরলের ভাগ্যাকাশে উঠে পড়ল পরিবর্তনের হাওয়া।

কারা বিজেপিতে যোগদানের তালিকায়

কারা বিজেপিতে যোগদানের তালিকায়

শনিবার কেরলের কন্নুরে বিজেপি সভাপতি অমিত শাহের সভায় পাঁচ হেভিওয়েট যোগ দেন গেরুয়া শিবিরে। এই তালিকা রয়েছেন ইসরোর চেয়ারম্যান মাধবন নায়ার, ট্রাভাঙ্কোর বোর্ডের প্রাক্তন সভাপতি ও কেপিসিসি এক্সিকিউটিভ কমিটির সদস্য জি রমন নায়ার, মহিলা কমিশনের প্রাক্তন সদস্য ডঃ প্রমিলা দেবী, জেডিএস-এর ভাইস প্রেসিডেন্ট কারাকুলাম দিবাকরণ নায়ার ও মালানকরা চার্চের থমাস জন।

[আরও পড়ুন: বিজেপি ভাঙলেন শুভেন্দু, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর ভাইপো সদলবলে যোগ দিলেন তৃণমূলে][আরও পড়ুন: বিজেপি ভাঙলেন শুভেন্দু, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর ভাইপো সদলবলে যোগ দিলেন তৃণমূলে]

স্বাগত জানালেন অমিত

স্বাগত জানালেন অমিত

বিজেপি সভাপতি অমিত শাহ তাঁদের স্বাগত জানান বিজেপিতে। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে মহিলা কমিশনের প্রাক্তন সদস্যের যোগদানে বিজেপির শক্তি বাড়ল। পাঁচ হেভিওয়েটের যোগদানে শুধু লোকসভা নির্বাচনের আগেই বিজেপির সুবিধা হল না, সুবিধা হল কেরলে পরিবর্তনের আওয়াজ তুলতেও।

[আরও পড়ুন: দলে দলে বিজেপি ছাড়ার হিড়িক, ‘পরিযায়ী'র মতোই বাংলাছাড়া করার বার্তা শুভেন্দুর][আরও পড়ুন: দলে দলে বিজেপি ছাড়ার হিড়িক, ‘পরিযায়ী'র মতোই বাংলাছাড়া করার বার্তা শুভেন্দুর]

মোদীর আদর্শে অনুপ্রাণিত

মোদীর আদর্শে অনুপ্রাণিত

পাঁচ হেভিওয়েটই জানান, মোদীর আদর্শে তাঁরা অনুপ্রাণিত। তাঁরা বিজেপির জন্য কাজ করতে উৎসুক হয়ে রয়েছেন। অমিত শাহজি যে দায়িত্ব দেবেন, সেই দায়িত্ব তাঁরা পালন করতে প্রস্তুত। তাঁরা বলেন, ভারতের উন্নতিতে মোদীজি সঠিক পথেই এগোচ্ছেন। সেটাই তাঁদের গেরুয়া শিবিরে যোগদানের অন্যতম কারণ।

বিশেষ অভ্যর্থনা বিজেপির

বিশেষ অভ্যর্থনা বিজেপির

কেরলের সভায় পাঁচজনকে স্বাগত জানানোর পর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পাঁচ হেভিওয়েটকে বিজেপিতে স্বাগত দানাতে একটি কনফারেন্সের আয়োজন করেন। তিরুবনন্তপুরমের হেটোল তাজ বিবন্ততে আয়োজিত ওই কনফারেন্সে শাল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

[আরও পড়ুন: মোদী জমানায় এবার শুরু যোগা নিয়ে গবেষণা! চাওয়া হল আবেদন পত্র ][আরও পড়ুন: মোদী জমানায় এবার শুরু যোগা নিয়ে গবেষণা! চাওয়া হল আবেদন পত্র ]

English summary
Ex chairman of ISRO and four others join in BJP at Kerala. Amit Shah greets them from a conference at Karala,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X