For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিসের ভিত্তিতে হবে চিফ অব ডিফেন্স স্টাফ নির্বাচন, কোন ইঙ্গিত দিলেন প্রাক্তন সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরী

কিসের ভিত্তিতে হবে চিফ অব ডিফেন্স স্টাফ নির্বাচন, কোন ইঙ্গিত দিলেন প্রাক্তন সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরী

Google Oneindia Bengali News

মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন দেশের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তারপরে কে বসবেন এই পদে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর সাত দিনের মধ্যেই নিয়োগ করা হবে নতুন চিফ অব ডিফেস্ট স্টাফ। পদে সম্ভাব্য হিসেবে উঠে আসছে সেনা প্রধান জেনারেল নারাভানের নাম। কিন্তু সেই পদে কাকে বসানো হবে সেটার শেষ সিদ্ধান্ত সরকারই নেবে। এমনই জানিয়েছেন প্রাক্তন সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরী।

কিসের ভিত্তিতে হবে চিফ অব ডিফেন্স স্টাফ নির্বাচন, কোন ইঙ্গিত দিলেন প্রাক্তন সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরী

বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজ্যের প্রাক্তন সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরী জানিয়েছেন, কে বিপিন রাওয়াতের জায়গায় বসবে তা নির্ভর করে সেনা আধিকারীকের অভিজ্ঞতার উপর বা তিনি কতদিন কাজ করছেন তার উপর। এটা একেবারেই সরকারের সিদ্ধান্ত। সিনিয়রিটির উপর ভিত্তি করে কোনও ভাবেইএই পদের নির্বাচন হবে না। তিনি বলেছেন জেনারেল বিপিন রাওয়াতকে সরাসরি এই পদে নির্বাচন করেছিল মোদী সরকার। যখন তাঁকে এই পদে বসানো হয়েছিল তখন সেনা বািহনীতে তাঁর থেকেও সিনিয়র অফিসাররা ছিলেন। বিপিন রাওয়াত সেসময় সিনিয়র মোস্ট সেনা অফিসার ছিলেন না।

২০১৯ সালে বিপিন রাওয়াতকে সিডিএস পদে নির্বাচন করেছিল মোদী সরকার। অবসর নেওয়ার ঠিক আগের দিন তাঁকে এই নতুন পদে বসানোর সিদ্ধান্ত ঘোষণা করে মোদী সরকার। ২০১৬ সালে সেনা প্রধান পদে বসেছিলেন বিপিন রাওয়াত। তার আগেই দুই অফিসারকে সাসপেন্ড করেছিলেন তিনি। প্রাক্তন সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরী জানিয়েছেন দেশের প্রথম সিডিএস নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে নজর দিয়েছিল মোদী সরকার। সেটা হল তাঁর কাজের অভিজ্ঞতা, কম বিতর্কে জড়ানো, পাহাড়ে একাধিক জায়গায় যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা। এই দিকগুলি বিশেষ নজরে রাখা হয়েছিল। কাজেই পরবর্তী সিডিএস সেনাবাহিনীর কোন বিভাগ থেকে নির্বাচন করা হবে সেটা এখনও অনিশ্চিত। আর্মি, নৌসেনা অথবা বায়ুসেনা যেকোনও একটি শাখা থেকে নির্বাচন করা হতে পারে পরবর্তী সিডিএস।

গতকাল তামিলনাড়ুর কুন্নুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের। হেলিকপ্টারে ১৪ জন যাত্রী সওয়ার ছিলেন। তার মধ্যে ১৩ জনযাত্রীই মারা গিয়েছেন। মারা গিয়েছেন তাঁর নিরাপত্তা পরামর্শদাতা ব্রিগেডিয়ার এলএস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা ও হাবিলদার সতপালও। পূর্ণ সামরিক মর্যাদায় তাঁদের শেষ কৃত্য করা হচ্ছে।

English summary
who will be Next CDS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X