বিভ্রান্তি দূর করতে লোকসভা ভোটে ইভিএমে নয়া চমক দিতে চলেছে নির্বাচন কমিশন
ইতিমধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, আগামী ১১ এপ্রিল থেকে ৭ দফায় নির্বাচন হবে। ভোটগণনা হবে ২৩ মে। সেদিন সারা দেশ জানতে পারবে, লোকসভা নির্বাচনে জিতে কোন দল সরকার গড়তে চলেছে। এই নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। পাশাপাশি কিছু নয়া নিয়মের কথাও কমিশন জানিয়েছে। এবারের ভোটে বেশ কিছু অভিনব বিষয় সংযোজিত হতে চলেছে।

যেমন তার মধ্যে অন্যতম হল ইভিএম মেশিনে প্রত্যেক প্রার্থীর ছবি সাঁটা থাকবে। যাতে চিনে নিতে কোনও অসুবিধা না হয়।
অনেক সময় দেখা যায়, একই নামের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছবি লাগানো থাকলে সেই প্রার্থীকে চিনে নেওয়া সহজ হবে।
[আরও পড়ুন: এই ১৫টি ইস্যু এবারের লোকসভা নির্বাচনে বড় ভূমিকা নিতে চলেছে, নজর রাখুন আপনিও ]
প্রসঙ্গত, ২০০৯ সালে প্রথমবার ছবি সহ ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে সেবার অসম, কাশ্মী ও নাগাল্যান্ডে ব্যবস্থা চালু করা যায়নি। আর এবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে ব্যবস্থা চালু হচ্ছে। ভোটার স্লিপেও প্রার্থীদের ছবির ব্যবস্থা করা হয়েছে বলে কমিশন জানিয়েছে।