For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএম-এ অন্য প্রতীকে ভোট দিলেও তা যাচ্ছে বিজেপির খাতায়! একযোগে অভিযোগ অখিলেশ, কেজরির

ইভিএম-এ ভোট পড়ছে বিজেপির হয়ে। এমনটাই অভিযোগ করলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। বিভিন্ন রাজ্যে এমন ঘটনা ঘটছেবলে অভিযোগ করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

ইভিএম-এ ভোট পড়ছে বিজেপির হয়ে। এমনটাই অভিযোগ করলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। বিভিন্ন রাজ্যে এমন ঘটনা ঘটছেবলে অভিযোগ করেছেন তিনি। একই অভিযোগ তুলে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন ১৫ টি রাজ্যে ১১৭ আসনে নির্বাচন হচ্ছে।

ইভিএম-এ ভোট পড়ছে বিজেপিতে! একযোগে অভিযোগ অখিলেশ, কেজরিওয়ালের

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সারা দেশেই ইভিএম-এ গণ্ডগোল করছে কিংবা বিজেপির পক্ষে ভোট পড়ছে। তার দাবি, জেলাশাসকরা বলছেন, ইভিএম চালনা করতে নির্বাচনী অফিসারদের পর্যাপ্ত ট্রেনিং নেই। সারা দেশে ৩৫০ টি ইভিএম বদলানো হয়েছে। এই ধরনের অবহেলা অপরাধ বলে অভিযোগ করেছেন তিনি। কেননা সারা দেশে এই নির্বাচনে ৫০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে।

ইভিএম সঠিকভাবে কাজ না করার খবর এসেছে কেরল, উত্তর প্রদেশ, বিহার এবং গোয়া থেকে।

ইভিএম-এ গণ্ডগোলের জেরে কেরলের তিরুবনন্তপুরমে ভোট বিঘ্নিত হয়। কিছু ভোটার অভিযোগ করেন, কংগ্রেসের বোতাম টিপলে তা বিজেপির দিকে পড়ছে। এরপর দলের তরফে কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়। কোভালামের কংগ্রেস বিধায়ক এম ভিনসেন্ট জানিয়েছেন, তারা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছেন। জেলাশাসক অভিযোগ পরীক্ষা করে দেখছেন। অন্যদিকে জেলাশাসক জানিয়েছেন, খারাপ ইভিএম বদলে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: টিকিট না পেলে ইস্তফা! হুমকি দিল্লির বিজেপি সাংসদের ][আরও পড়ুন: টিকিট না পেলে ইস্তফা! হুমকি দিল্লির বিজেপি সাংসদের ]

দক্ষিণ গোয়ার কুনকোলিম-এ একটি বুথে অভিযোগ পাওয়ার পর ইভিএম বদলে দেওয়া হয়। মক পোলের সময় দেখা গিয়েছিল মেশিনে বাড়তি ভোট যুক্ত হচ্ছে বিজেপির তরফে। বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছিলেন আপ-এর দক্ষিণ গোয়ার প্রার্থী এলভিস গোমস। তিনিই কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। বিষয়টি নিয়ে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীও।

[আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন সানি দেওল! রয়েছেন সম্ভাব্য প্রার্থী তালিকায়][আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন সানি দেওল! রয়েছেন সম্ভাব্য প্রার্থী তালিকায়]

English summary
Samajwadi party leader Akhilesh Yadav on Tuesday alleged that EVMs in many areas were recording votes in favour the BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X