For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের পর হোটেল থেকে উদ্ধার ইভিএম-ভিভিপ্যাট! সেক্টর অফিসারকে শোকজ কমিশনের

হোটেল থেকে ইভিএম এবং ভিভিপ্যাট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি বিহারের মুজফফরপুরের। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিরোধীদলের সমর্থকরা প্রবল বিক্ষোভে সামিল হয়।

Google Oneindia Bengali News

পঞ্চম দফা ভোট মিটে যাওয়ার পরে হোটেল থেকে ইভিএম এবং ভিভিপ্যাট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি বিহারের মুজফফরপুরের। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিরোধীদলের সমর্থকরা প্রবল বিক্ষোভে সামিল হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যান এসডিও কুন্দন যাদব। ইভিএম এবং ভিভিপ্যাট নিজের দখলে নেন। বিষয়টি নিয়ে সেক্টর অফিসারের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

হোটেল থেকে উদ্ধার ইভিএম-ভিভিপ্যাট! সেক্টর অফিসারকে শোকজ করল কমিশন

কর্তব্যের অবহেলার জন্য ইভিএম-এর কাস্টোডিয়ান সেক্টর অফিসার অভদেশ কুমারকে শোকজ করা হয়েছে। ইভিএম কী ভাবে হোটেলে পৌঁছল তাঁর কাথ থেকে জানতে চাওয়া হয়েছে।

মুজফফরপুরের জেলাশাসক অলোকরঞ্জন ঘোষ জানিয়েছেন, সেক্টর অফিসার কখনই ইভিএম হোটেলে রাখতে পারেন না। যা আইনের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। জেলাশাসক বলেছেন, সেক্টর অফিসারকে বাড়তি ইভিএম দেওয়া হয়েছিল, যদি কোনওটি খারাপ হয়ে যায়, তা বদল করার জন্য। ইভিএম বদল করার পর দুটি ব্যালট ইউনিট, একটি কন্ট্রোল ইউনিট এবং দুটি ভিভিপ্যাট তিনি ফেলে আসেন।

English summary
EVM VVPAT recovers from hotel in Muzaffarpur in Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X