For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএম চুরিতে অভিযুক্ত দলে! নির্বাচন কমিশনের পাল্টা চিঠিতে 'বেসামাল' চন্দ্রবাবু

নিজের রাজ্যে ভোটে ইভিএম সঠিকভাবে কাজ করেনি, এই অভিযোগ জানাতে গিয়ে, পাল্টা নির্বাচন কমিশনের চিঠি পেলেন অন্ধ্রপ্রদেশেরমুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

  • |
Google Oneindia Bengali News

নিজের রাজ্যে ভোটে ইভিএম সঠিকভাবে কাজ করেনি, এই অভিযোগ জানাতে গিয়ে, পাল্টা নির্বাচন কমিশনের চিঠি পেলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তেলেগু দেশ পার্টিকে দেওয়া নির্বাচন কমিশনের চিঠিতে, কী ভাবে অপরাধমূলক কাজে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

ইভিএম চুরিতে অভিযুক্ত দলে! নির্বাচন কমিশনের পাল্টা চিঠিতে বেসামাল চন্দ্রবাবু

নির্বাচন কমিশন তাদের চিঠিতে বলেছে, শনিবার নাইডু যখন কমিশনের অফিসে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে ছিলেন হরি প্রসাদ নামে এক ব্যক্তি। যিনি ইভিএম-এর একাধিক টেকনিক্যাল বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, এবিষয়ে তাঁর জ্ঞান রয়েছে।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের টেকনিক্যাল টিম বিস্তারিত বর্ণনা দেবেন হরি প্রসাদকে। কিন্তু যখন সেই হরি প্রসাদ আসেন, তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় নির্বাচন কমিশন। ২০১০ সালে এই হরি প্রসাদ ইভিএম চুরিতে অভিযুক্ত হওয়ায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

[আরও পড়ুন:মোদী ফের প্রধানমন্ত্রী হলে কে হবেন স্বরাষ্ট্রমন্ত্রী! ভবিষ্যতবাণী করলেন মমতা ঘনিষ্ঠ নেতা][আরও পড়ুন:মোদী ফের প্রধানমন্ত্রী হলে কে হবেন স্বরাষ্ট্রমন্ত্রী! ভবিষ্যতবাণী করলেন মমতা ঘনিষ্ঠ নেতা]

টিডিপিকে পাঠানো চিঠিতে কমিশনের তরফে প্রশ্ন তোলা হয়, কীভাবে এমন অভিযুক্ত এক ব্যক্তিকে এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করা হয়।

[আরও পড়ুন: নেতাজির উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায়! মদন মিত্রের ভিডিও হল ভাইরাল][আরও পড়ুন: নেতাজির উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায়! মদন মিত্রের ভিডিও হল ভাইরাল]

শনিবার কমিশনের কাছে নাইডু অভিযোগ করেন, বৃহস্পতিবারের নির্বাচনে তাঁর রাজ্যে ৩০ থেকে ৪০ শতাংশ ইভিএম সঠিক ভাবে কাজ করেনি। হুমকি দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন কোনও সদর্থক ব্যবস্থা না নিলে তিনি কমিশনের সামনে ধর্নায় বসবেন।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
EVM theft accused in Chandrababu Naidu's delegation alleged Election Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X