For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএম নিয়ে শোরগোল! গণনার আগেই হেরেছে কংগ্রেস, প্রতিক্রিয়া মোদীর দলের

রাজ্যে সম্ভাব্য হারের কারণ খুঁজে বের করতেই কংগ্রেস ইভিএম-এ ত্রুটি নিয়ে শোরগোল করছে। রাজ্য কংগ্রেসের দিকে এমনই তির ছুড়লেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে সম্ভাব্য হারের কারণ খুঁজে বের করতেই কংগ্রেস ইভিএম-এ ত্রুটি নিয়ে শোরগোল করছে। রাজ্য কংগ্রেসের দিকে এমনই তির ছুড়লেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধবারে মধ্যপ্রদেশের ভোটপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ইভিএম নিয়ে শোরগোল! গণনার আগেই হেরেছে কংগ্রেস, প্রতিক্রিয়া মোদীর দলের

মধ্যপ্রদেশ রাজ্য কংগ্রেস সভাপতি কমলনাথ, কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা ত্রুটিযুক্ত ইভিএম-এর অভিযোগ করেছিলেন। বেশ কিছু বুথে ইভিএম-এ গোলমালের খবর সামনে এসেছিল। পরে সেগুলো বদলেও দেওয়া হয়েছিল।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ত্রুটির কারণে একশোরও বেশি ইভিএম, ভিভিপ্যাট মেশিন বদল করতে হয়েছিল নির্বাচন কমিশনকে। ফলে কেন্দ্র গুলিতে ভোট শুরু করতে দেরি হয়ে যায়।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নির্বাচন কমিশনের কাছে, যেসব বুথে ইভিএম গণ্ডগোল দেখা দিয়েছিল, সেইসব কেন্দ্রে ভোটের সময় বাড়ানোর জন্য আবেদন করেছিলেন।

শিবরাজ সিং চৌহানের কটাক্ষ নির্বাচনে হারের সম্ভাব্য কারণ তৈরি রেখেছে কংগ্রেস। যখন কোনও কিছুর ওপর তারা দোষ চাপাতে পারছে না, তখন ইভিএম-এর ওপর দোষ চাপাচ্ছে কংগ্রেস। এর থেকেই বোঝা যাচ্ছে রাজ্যে কংগ্রেস হার স্বীকার করে নিচ্ছে। কটাক্ষের সুবে বলেছেন শিবরাজ।

ভিন্দে ভোটের দিন গণ্ডগোল নিয়ে প্রশ্ন করা হলে চৌহান বলেন, বিষয়টি নিয়ে পুরো জেনেই তিনি মন্তব্য করবেন। ভিন্দে একাধিক বুথে গুলি চলেছিল। কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি তাদের জড়িত থাকার খবর অস্বীকার করেছে। বিজেপির তরফে বলা হয়েছে, তারা হিংসাকে সমর্থন করে না। সবসময়ই তারা শান্তির পক্ষে।

English summary
EVM Faults Are Congress' Excuse For Defeat says Shivraj Singh Chouhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X