For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএনবি কাণ্ডে কমিশন নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কলকাতার ৬ জায়গায় তল্লাশি ইডির

পিএনবি কাণ্ডে ধৃত ব্যাঙ্ক আধিকারিকদের জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রের খবর, প্রত্যেক লেটার অফ আন্ডারটেকিং-এ ব্যাঙ্ক কর্মীদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন দেওয়া হত।

  • |
Google Oneindia Bengali News

পিএনবি কাণ্ডে ধৃত ব্যাঙ্ক আধিকারিকদের জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, ধৃত ব্যাঙ্ক আধিকারিক জানিয়েছেন, প্রত্যেক লেটার অফ আন্ডারটেকিং-এ ব্যাঙ্ক কর্মীদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হত। এদিকে, রবিবারেও সারা দেশ ব্যাপী প্রায় ৪৭ টি জায়গায় ইডির তল্লাশি হয়।

পিএনবি কাণ্ডে কমিশন নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কলকাতার ৬ জায়গায় তল্লাশি ইডির

লেটার অফ আন্ডার টেকিং-এ পাওয়া টাকার ওপরই নির্দিষ্ট থাকত কমিশন। অর্থাৎ লেটার অফ আন্ডারটেকিং-এ টাকার পরিমাণ যত বেশি হত কমিশনও হত ততটাই বেশি। কমিশনের টাকা পেতেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিভিন্ন স্তরের কর্মীরা।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিভিন্নস্তরের কর্মীদের সঙ্গে বহিরাগত বিশেষ করে নীরব মোদী এবং মেহুল চোকস্কির যোগাযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে সিবিআই। যদিও সবক্ষেত্রের জিজ্ঞাসাবাদে পিএনবি কাণ্ডে ধৃতরা সাহায্য করছেন না বলে বলে দাবি করেছে সিবিআই।

পিএনবি কাণ্ডে কমিশন নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কলকাতার ৬ জায়গায় তল্লাশি ইডির

এদিকে পিএনবি কাণ্ডে রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। দেশের ১৫ টি শহরের ৪৭ টি জায়গায় এই তল্লাশি অভিযান জারি রয়েছে। কলকাতাতেই গীতাঞ্জলি এবং নক্ষত্রের প্রায় ৬টি শোরুমে রবিবার ইডির তল্লাশি হয়।

সিটি সেন্টারে নক্ষত্রে শোরুমে এদিন সকালে হানা দেয় ইডি। তল্লাশি চলে নিউটাউনের চার জায়গায়। গড়িয়াহাট, এলগিন রোড, অ্যাক্রোপলিস মলেও তল্লাশি চলে।

English summary
Every letter of undertaking has a certain percentage of commission revealed arrested pnb officials
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X