For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দরকারে বাড়িতে পরিবারে সকলের মাঝে থাকলেও মাস্ক পরুন, স্পষ্ট বার্তায় জানাল নীতি আয়োগ

দরকারে পরিবারে সকলের মাঝে থাকলেও মাস্ক পরুন, স্পষ্ট বার্তায় জানাল নীতি আয়োগ

  • |
Google Oneindia Bengali News

কোনও মতেই ভ্যাকসিনেশনের গতি থামানো যাবে না। এদিন এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন নীতি আয়োগের তরফে চিকিৎসক ভিকে পল। দেশের ভ্যাকসিনেশন থেকে করোনা পরিস্থিতি নিয়ে তিনি এদিন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 ঋতুমতী মহিলা ও মাস্ক

ঋতুমতী মহিলা ও মাস্ক

এদিন নীতি আয়োগের তরফে একটি বার্তায় সাফ জানানো হয়েছে যে , সমস্ত ঋতুমতী মহিলারা ভ্যাকসিনে নিতে পারবেন। ঋতুমতী হওয়ার কারণে ভ্যাকসিনের দিন পিছিয়ে দেওয়া কোনও যুক্তিযুক্ত কথা নয়। তিনি সাফ জানান , যে গতিতে দেশে ভ্যাকসিনেশন চলছে, তা রোখা যাবে না।

মাস্ক পরা ও বাড়িতে আমন্ত্রণ প্রসঙ্গে নীতি আয়োগ

মাস্ক পরা ও বাড়িতে আমন্ত্রণ প্রসঙ্গে নীতি আয়োগ

এদিন নীতি আয়োগের তরফে জানানো হয়, দরকার হলে পরিবারের সদস্যের মাঝে থাকলেও মাস্ক পরা উচিত। মাস্ক পরা করোনার দ্বিতীয় স্রোতের সংকটজনক পরিস্থিতিতে অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে। সেরকম হলে অপ্রয়োজনে বাড়িতে কাউকে আমন্ত্রণ না করার পরামর্শও দিয়েছেন চিকিৎসক ভিকে পল।

অক্সিজেনে নজরদারি!

অক্সিজেনে নজরদারি!

এদিন সরকারের তরফে বলা হয়েছে, অক্সিজেন ট্যাঙ্কার বিদেশ থেকে আনা হচ্ছে। অক্সিজেনের পরিবহন একটি বড় চ্যালেঞ্জ দেশে। এই পরিস্থিতিতে অক্সিজেন ট্যাঙ্কারের যাতায়াতের ওপর নজর রাখছে কেন্দ্র।

কেন্দ্রের নির্দেশ

কেন্দ্রের নির্দেশ

এদিকে রাজ্যগুলিকে একটি নতুন ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে, এই ড্যাশবোর্ডে রাজ্যকে জানাতে হবে সেখানে হাসপাতালে কতগুলি বেড রয়েছে খালি ও কয়টি অ্যাম্বুলেন্স সেখানে মজুত রয়েছে। প্রসঙ্গত, মহারাষ্ট্র , উত্তর প্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে প্রবল করোনা সংকটের মাঝে অ্যাম্বুলেন্স ও বেডের সংখ্যা রীতিমতো পরিস্থিতিকে জটিল করছে।

English summary
Even within the family wear a mask says Niti Ayog Health Member VK Paul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X