করোনা রোধে ব্রাজিলের চেয়ে এগিয়ে উত্তরপ্রদেশ, ফের যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ মোদী
করোনা ভাইরাসে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃত্যুর সংখ্যা কম, তা আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের সঙ্গে ব্রাজিলের তুলনা করে জানিয়েছেন যে ভারতীয় রাজ্যগুলিতেও একই জনসংখ্যা রয়েছে কিন্তু তাও কম মৃত্যুর সাক্ষী রয়েছে এই দেশ।

মোদী তাঁর সংসদীয় এলাকা বারাণসীতে বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথোপকথনের সময় এই মন্তব্য করেন। নরেন্দ্র মোদী বলেন, 'ব্রাজিলের মতো বড় দেশ, যেখানে উত্তরপ্রদেশের মতনই জনসংখ্যা রয়েছে, সেখানে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার। অন্যদিকে উত্তরপ্রদেশে এই রোগে মারা গিয়েছে ৮০০ জন। এর অর্থ হল আমরা আমাদের রাজ্যের প্রচুর মানুষকে বাঁচাতে পেরেছি।’
আমেরিকা ও ব্রাজিলের পরই তৃতীয় ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে নাম উঠে এসেছে ভারতের। যেখানে এই দেশে সাড়ে সাত লক্ষ আক্রান্ত ও ২১ হাজার মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত, সেখানে ব্রাজিলে ১৭ লক্ষ আক্রান্ত ও ৬৭ হাজার মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রকের নিয়মিত বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ৩১,১৫৬ জন আক্রান্ত ও ৮৪৫ জনের মৃত্যু হয়েছে।
নরেন্দ্র মোদী জোর দিয়ে জানিয়েছেন যে দেশ শুধু সংক্রমণের গতি যাচাই করছে না যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি জানান, ভারত আদৌও মহামারির এই প্রকোপ নিয়ন্ত্রণ করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু দেশ সব বাধা সফলতার সঙ্গে অতিক্রম করেছে। নিজের সংসদীয় কেন্দ্রে জনগণের উদ্দেশ্যে মোদী বলেন, 'যথাযথ সমর্থন সহ, বারাণসী একটি শীর্ষস্থানীয় রপ্তানি হাব হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। এটি ভারতকে স্বাবলম্বী করে তোলার উদাহরণ হিসাবে নেতৃত্ব দিতে পারে। কাশী অভূতপূর্ব করোনা ভাইরাস সঙ্কটে জোরালো ভাবে লড়াই করেছে।’

করোনা মুক্ত ৪৪ জন মুসলিম রোগী দান করবে তাঁদের প্লাজমা, বাঁচাবে অন্যদের জীবন