For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খরচা পে চর্চা করুক সরকার, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ফের মোদীর বিরুদ্ধে খড়গহস্ত রাহুল

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ফের মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেশ খানিকটা কমায় ভারতীয় বাজারেও পড়েছে ছাপ। যদিও তাতে পেট্রোল-ডিজেলের যে পরিমাণ দাম কমেছে তা বিশেষ স্বস্তি দিতে পারেনি আম আদমি। আর এই ইস্যু টেনেই এদিন কেন্দ্র সরকারকে চাঁচাছোলা ভাষায় ফের আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মোদীর বিরুদ্ধে খড়হস্ত রাহুল

মোদীর বিরুদ্ধে খড়হস্ত রাহুল

রাহুলের দাবি বিশ্বে অপরিশোধিত তেলেরে দাম অনেকটাই কমেছে। কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতীয় বাডারে তেলের দাম ততটা কমতে দেখা যায়নি। যদিও এই ক্ষেত্রে কোনও ভ্রুক্ষেপই নেই কেন্দ্র সরকারের। কেন মোদী এটা নিয়ে আলোচনা করছেন। এদিন এক টুইট বার্তায় একথা বলতে শোনা যায় রাহুলকে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

পরীক্ষা পে চর্চা নিয়েও তোপ

পরীক্ষা পে চর্চা নিয়েও তোপ

এমনকী এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানকেও কটাক্ষ করেছেন রাহুল। এখন দেশের যা অবস্থা তাতে জ্বলানির মূল্যবৃদ্ধি নিয়ে খরচা পে চর্চা নামক অনুষ্ঠান করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ব্যাঙ্গত্মত ভাবে এদিন একথাও বলতে দেখা যায় সোনিয়া পুত্রকে। তাতে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল আম-আদমি

লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল আম-আদমি

এদিকে সম্প্রতি বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গিয়েছে। তা সত্ত্বেও গত ৮ দিন ধরে দেশে পেট্রল-ডিজেলের দামের কোনও পরিবর্তন হয়নি। আর তাতেই উদ্বেগ বাড়ছে আম-আদমির মধ্যে। অনেকেই বলছেন কর আদায়ই যখন কোনও সরকারের মূল লক্ষ্য হয়ে ওঠে তখন এই অবস্থার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। পাঁচ রাজ্যে ভোটের আবহে গত কয়েকদিনে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে অন্যান্য বিরোধী রাজনৈচতিক দলেরা।

কলকাতায় কত দাম পেট্রোলের ?

কলকাতায় কত দাম পেট্রোলের ?

এমনকী পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি যে পাঁচ রাজ্যের ভোটে বিজেপিকে বড় ধাক্কা দিতে পারে, তা ঘুরিয়ে স্বীকারও করে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরে। এমতাস্থায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এই চাঁচাছোলা আক্রমণ যে গেরুয়া শিবিরের উপর চাপ বাড়াবে তা বলাই বাহুল্য। অন্যদিকে বিগত কয়েক মাস ধরে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। এদিকে বৃহস্পতিবারও কলকাতায় ডিজেলের দাম ছিল ৮৩.৭৫ টাকা। পেট্রোলের দাম ছিল প্রতি লিটার পিছু ৯০.৭৭ টাকা।

লকডাউনের আতঙ্ক তাড়া করছে , দিল্লি-মুম্বই থেকে ঘরে ফেরার হুড়োহুড়ি পরিযায়ী শ্রমিকদেরলকডাউনের আতঙ্ক তাড়া করছে , দিল্লি-মুম্বই থেকে ঘরে ফেরার হুড়োহুড়ি পরিযায়ী শ্রমিকদের

English summary
Govt Should do Kharcha pe charcha , Rahul again attacked Modi over the rise in prices of petroleum products
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X