মমতার মতো নেত্রী যেখানে বিজেপিকে আটকাতে পারছেন না, সেখানে কুমারস্বামীর পক্ষে কতটা কী সম্ভব?
কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের এখন এই-যাই-কী-সেই-যাই অবস্থা। যে হারে ভাঙন দেখা দিয়েছে শাসক শিবিরে, তাতে মাত্র এক বছর বয়সের এই সরকারের স্থায়িত্ব কতক্ষণ, তা তার অতিবড় সমর্থকও নিশ্চিতভাবে বলতে পারবে না। মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী মরিয়া চেষ্টা চালাচ্ছেন বটে, কিন্তু এই চরম প্রতিকূল পরিবেশে সেই চেষ্টা কতটা সফল হবে, তা বলা কঠিন।

কিন্তু কুমারস্বামীকে একা দোষ দিয়ে বোধহয় লাভ নেই। সারা দেশেই বিজেপির বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধীদের এখন ছত্রভঙ্গ অবস্থা। একে তো লোকসভা নির্বাচনে জঘন্য পরাজয়, তার উপরে কংগ্রেসের অধ্যক্ষ রাহুল গান্ধী ইস্তফা দিয়েছেন নিজের পদ থেকে। এই অবস্থায় সারা দেশেই কংগ্রেস নেতা-সমর্থকদের অনিশ্চয়তা বেড়েছে। ডুবন্ত জাহাজ থেকে তাঁরা এখন যে যেখানে পারছেন লাফিয়ে পড়ছেন নিজেদের অস্তিত্বরক্ষার তাগিদে। আর কুমারস্বামীর জেডিএস তো একটি আঞ্চলিক দল মাত্র যাদের সেরকম শক্তিও বিধানসভা বা লোকসভায় নেই।
মমতার মতো জননেত্রীও পেরে উঠছেন না বিজেপির মোকাবিলা করতে
আঞ্চলিক দল হিসেবে বিজেপির প্রবল বিরোধিতা করার দৃষ্টান্ত রেখেছিল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই মোদীর বিরুদ্ধাচরণে ব্যস্ত। অবিরাম আক্রমণ শানিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর লক্ষ পূরণ হয়নি। নিজেদের রাজ্যেই তৃণমূল ১২টি আসন হারিয়েছে ২০১৪-র ফলের তুলনায় এবং বিজেপি দুই থেকে পৌঁছে গিয়েছে ১৮তে। অতএব, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান জননেত্রী যেখানে বিজেপিকে ঠেকাতে হিমশিম খেয়ে গিয়েছেন, সেখানে কুমারস্বামীর মতো নেতার পক্ষে কতটা কী করার আছে, তা নিয়ে সন্দিহান হতেই হয়।
বিজেপির হাওয়ায় বিরোধীদের এখন বেহাল অবস্থা
মমতার ক্ষেত্রেও দেখা গিয়েছে যে চরম ভাঙনের ফলে তাঁর দলও পড়েছে মহা ফাঁপরে। অবস্থা এতটাই সঙ্গিন যে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে চমকালেও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারছে না দলীয় নেতৃত্ব, কারণ সেরকম কিছু করলে উত্তর ২৪ পরগনার দলের মধ্যে আরও ধস নামার সম্ভাবনা। বিজেপি যেভাবে এখন সারা দেশে রাজনৈতিক কর্তৃত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে, সেখানে কংগ্রেস বা অন্য কোনও আঞ্চলিক দলের পক্ষে এই মুহূর্তে প্রতিরোধ গড়ে তোলা বেশ কঠিন কাজ। পশ্চিমবঙ্গ থেকে কর্নাটক, সর্বত্র এখন এই একই চিত্র বিদ্যমান।