For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদালতের বাইরে মিটমাট হলেও ঘৃণ্য অপরাধের শুনানি চলবে, জানাল সুপ্রিমকোর্ট

দুই পক্ষ নিজেদের মধ্যে মিটমাট করে নিলেও ধর্ষণ, খুন, ডাকাতি মত ঘৃণ্য অপরাধের শুনানিকে খারিজ করা যাবে না, এমনই রায় দিল সুপ্রিমকোর্ট

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দুই পক্ষ নিজেদের মধ্যে মিটমাট করে নিলেও ধর্ষণ, খুন, ডাকাতি মত ঘৃণ্য অপরাধের শুনানিকে খারিজ করা যাবে না। কারণ এই অপরাধগুলির সমাজের ওপর গভীর প্রভাব থাকে। এমনই রায় দিল সুপ্রিমকোর্ট। এই ধরণের ফৌজদারি মামলার ক্ষেত্রে রায় ঘোষণা না হওয়া পর্যন্ত শুনানি চলবে বলেই জানিয়েছে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রা, বিচারপতি এএম খানউইলকর ও বিচারপি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

আদালতের বাইরে মিটমাট হলেও ঘৃণ্য অপরাধের শুনানি চলবে, জানাল সুপ্রিমকোর্ট

আর্থিক তছরূপ বা আর্থিক প্রতারণার মত মামলাকে এই তালিকায় রাখা হয়েছে। বিচারপতি জানিয়েছেন, এই ঘটনাগুলির ক্ষেত্রেও আদালতের বাইরে যদি দুই পক্ষ মিটমাট করে ফেলে তাতেও মামলা খারিজ করা হবে না। আদালত জানায়, আর্থিক প্রতারণার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কোনও একজন হয় না, তাঁর সঙ্গে জড়িয়ে থাকা আরও মানুষের ক্ষতি হয়। ফলে এই ধরণের অপরাধের গুরুত্বও কম নয়।

গুজরাটে ভুয়ো কাগজ দিয়ে জমি দখলের একটি মামলা আদালতের বাইরেই মিটিয়ে নেওয়ার পর ৪জন ব্যক্তি এই মামলা খারিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। যেহেতু তাঁরা আদালতের বাইরেই মিটমাট করে ফেলেছেন,তাই তাঁরা এফআইআর খারিজ করার আবেদন জানিয়েছিলেন। সেই আর্জি খারিজ করেই এই রায় দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ।

[আরও পড়ুন: লাভ জিহাদ মামলায় কেরল হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন সুপ্রিমকোর্টের][আরও পড়ুন: লাভ জিহাদ মামলায় কেরল হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন সুপ্রিমকোর্টের]

English summary
Supreme Court ruled that crimes which are heinous in nature cannot be quashed even if parties settle dispute outside court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X